টিকার দ্বিতীয় ডোজ নিলেন বাইডেন

মহামারি কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। গত ২১ ডিসেম্বর টিকার প্রথম ডোজ নেওয়ার পর স্থানীয় সময় গতকাল সোমবার (১১ জানুয়ারি) তিনি টিকার দ্বিতীয় ডোজ নিলেন।
এএফপি এ খবর জানিয়ে লিখেছে, তিন সপ্তাহ আগে বাইডেনের প্রথমবার টিকা নেওয়ার মুহূর্তটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এর উদ্দেশ্যে ছিল মহামারি রোগটির টিকা নিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা।
ডেলওয়ার অঙ্গরাজ্যের নিওয়ার্কের ক্রিশ্চিয়ানা হাসপাতালে সোমবার বিকেলে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর জো বাইডেন বলেন, মানুষকে টিকা দেওয়াটাই তার প্রশাসনে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
মার্কিন ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের যৌথভাবে উদ্ভাবিত করোনার টিকা নিয়েছেন বাইডেন। এই টিকা ছাড়াও যুক্তরাষ্ট্র আরেক মার্কিন কোম্পানি মডার্নার টিকারও অনুমোদনও দিয়েছেন।
করোনায় শীর্ষ বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথমে টিকা দেওয়া হচ্ছে বয়োজ্যেষ্ঠ ও স্বাস্থ্যকর্মীদের মতো সম্মুখসারির যোদ্ধাদদের টিকা দেওয়া হচ্ছে।
প্রথম দফায় টিকা নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে বাইডেন তখন জানিয়েছিলেন, আমেরিকার নাগরিকদের তিনি এটা বোঝাতে চান যে, এই ভ্যাকসিন নিরাপদ। বাইডেন ও তার স্ত্রী জিল এ সময় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।
বাইডেনের পর গত ২৯ ডিসেম্বর টিকা নেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তার টিকা নেওয়ার মুহূর্তটিও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। জনমনে টিকার ওপর আস্থা তৈরিতে এভাবে টিকা নেন তিনি।
এএস