৭০ হাজার ট্রাম্প সমর্থকের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর গত শুক্রবার থেকে তার ৭০ হাজারের বেশি সমর্থকের অ্যাকাউন্ট বন্ধ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট টুইটার কর্তৃপক্ষ।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উসকানি দিয়েছেন, এমন অভিযোগ তুলে টুইটার কর্তৃপক্ষ বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিটির অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেয়।
টুইটার ট্রাম্প সমর্থক যে ৭০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তার বেশিরভাগ চরমপন্থী গোষ্ঠী কিউঅ্যাননের। এসব অ্যাকাউন্ট থেকে মূলত কিউঅ্যাননের পোস্ট শেয়ার করার কাজ করা হয়ে থাকে।
টুইটার কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘ওয়াশিংটন ডিসির ওই সহিংস হামলার দিন কিউঅ্যাননের পোস্ট শেয়ার করায় নতুন করে যেন আরও কোনো বিপদ না হয় তা বিবেচনায় নিয়েই এমন হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।’
টুইটার ওই ব্লগ পোস্টে লিখেছে, ‘এই অ্যাকাউন্টগুলো ক্ষতিকর কিউঅ্যানন সম্পর্কিত বিষয়বস্তু শেয়ারের সাথে জড়িত ছিল এবং প্রাথমিকভাবে আমাদের প্লাটফর্ম ব্যবহার করে ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের কাজটি করেছে।’
বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালীন গত বুধবার ট্রাম্পের হাজার হাজার উগ্র সমর্থক ক্যাপিটল হিলে হামলা করলে ক্যাপিটল হিল পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।
এএস