পর্তুগালের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রাবেলো ডি সোসা। সোমবার (১১ জানুয়ারি) পর্তুগিজ প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
আগামী ২৪ তারিখ দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই প্রেসিডেন্ট ডি সোসার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেল। ফলে তিনি নিজের সকল নির্বাচনী কর্মসূচি বাতিল করেছেন। নির্বাচনে তিনি জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।
সোমবার রাতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৭২ বছর বয়সী এ রাষ্ট্রপ্রধান বর্তমানে লিসবনের প্রেসিডেন্ট প্রাসাদে আইসোলেশনে রয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রেসিডেন্ট মার্সেলো রাবেলো ডি সোসা করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখনও পর্যন্ত তার শরীরে এর কোনো লক্ষণ নেই।
প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর গত বুধবার তিনি কয়েক ঘণ্টা ধরে ‘প্রশাসনিক আইসোলেশনে’ থাকেন। তবে পরে প্রেসিডেন্টের করোনাভাইরাস পরীক্ষা করা হলে তিনি নেগেটিভ হন। এদিকে তার সংস্পর্শে আসা সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘স্বল্প ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করায় তিনি আর কোয়ারেন্টাইনে থাকেননি।
নির্বাচনের আগে মঙ্গলবার ‘নির্বাচনী বিতর্কে’ অংশগ্রহণের কথা ছিল প্রেসিডেন্ট ডি সোসার। একইসঙ্গে লকডাউন আরোপ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গেও তার আলোচনা করার কথা ছিল। এর আগেই শরীরে করোনা শনাক্ত হওয়ায় সকল কর্মসূচি বাতিল করেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা ও স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদোকে নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ইতোমধ্যেই জানিয়েছেন মার্সেলো রাবেলো ডি সোসা।
পর্তুগালে করোনাভাইরাসের বিস্তার রোধে নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২২ জনের মৃত্যু এবং প্রায় ৪ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হওয়ার পর এ লকডাউন আরোপ করা হয়।
টিএম