ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থার অনুমোদন দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারির অনুমোদন করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা হুমকি রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক করার পর জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়।
হোয়াইট হাউসের প্রেস অফিস স্থানীয় সময় সোমবার (১১ জানুয়ারি) রাতে এ কথা জানায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারির অনুমোদন করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই অনুমোদনের ফলে ‘কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা’ পরিস্থিতির প্রভাব মূল্যায়নের মাধ্যমে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
এদিকে স্টাফফোর্ড আইনের ব্যবহার করে জরুরি অবস্থার অনুমোদন দেওয়া হয়েছে। এর অর্থ হলো ‘জীবন ও সম্পত্তি এবং জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করা’ এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় ‘বিপর্যয়কর নিরাপত্তা হুমকি এড়াতে কিংবা সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনতে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে সংশ্লিষ্ট সকল সংস্থা।
এর আগে জো বাইডেনের শপথ অনুষ্ঠানের কয়েকদিন আগে থেকেই ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রজুড়ে সশস্ত্র আন্দোলন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ৫০টি অঙ্গরাজ্যেই এই সশস্ত্র আন্দোলন হতে পারে বলে জানায় সংস্থাটি। এ বিষয়ে আগাম ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা সতর্ক করেছে বলেও জানিয়েছে বিবিসি ও আলজাজিরা।
এরপরই বাইডেনের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এফবিআই জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে এই সশস্ত্র আন্দোলন শুরু হতে পারে এবং সেটা আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এক প্রতিবেদনও পাঠিয়েছে তারা।
ওই প্রতিবেদনে বলা হয়,‘আগামী ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৫০টি অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনের সামনে এবং ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের সামনে সশস্ত্র আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে।’
মূলত গত সপ্তাহের বুধবারের হামলার ঘটনার পর বিভিন্ন তথ্য পর্যালোচনা করেই এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।
এদিকে সোমবার (১১ জানুয়ারি) নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের বাইরে আয়োজিত অনুষ্ঠানে শপথ নিতে তিনি মোটেও ভীত নন।
আশা করা হচ্ছে আগামী ২০ জানুয়ারি বাইডেনের সঙ্গে কমলা হ্যারিসও ক্যাপিটল ভবনের বাইরেই শপথ নেবেন।
এদিকে ক্যাপিটল ভবনের বাইরে জো বাইডেনের শপথ অনুষ্ঠান উপলক্ষে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’র প্রধান চাড ওলফ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ অভিযান শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মকর্তারা বলছেন, অনুষ্ঠানটির নিরাপত্তায় এবং ৬ জানুয়ারি ঘটে যাওয়া সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে ১৫ হাজার ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হবে। এসব জোরালো নিরাপত্তা পদক্ষেপের মধ্যেই সহিংসতার বিষয়ে সতর্ক করলো এফবিআই।
সূত্র: আলজাজিরা
টিএম