ভুয়া অভিবাসন নথিপত্র বিক্রি: মালয়েশিয়ায় দুই বাংলাদেশি গ্রেফতার

অভিবাসন বিষয়ক ভুয়া নথিপত্র বিক্রির অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশের দুই নাগরিককে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ ।
মালয়েশিয়ার অভিবাসন কার্যালয়ের মহাপরিচালক দাতুক খায়রুল ডিজাইমি দাউদ জানিয়েছেন, গত ১১ জানুয়ারি সোমবার মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের একটি বাহিনী দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার শেরাস এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে তাদের আটক করে।
পরে অভিবাসন বিষয়ক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
দাতুক খায়রুল জানিয়েছেন, সোমবার যাদের গ্রেফতার করা হয়েছে তারা উভয়েই মালয়েশিয়ায় ভুয়া অভিবাসন নথিপত্র ব্যবসার শীর্ষস্থানীয় দুই ব্যক্তি। এদের একজনের বয়স ৩২, অপরজনের বয়স ২৫ বছর।
তিনি বলেন, ‘মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে একাধিক চক্র অভিবাসন বিষয়ক ভুয়া নথিপত্র বিক্রির ব্যবসা করে আসছে। ২০১৭ সালের অক্টোবরে এ ধরনের একটি চক্রের সদস্যদের গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। ওই চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর এই দুই বাংলাদেশির সম্পর্কে তথ্য পাওয়া যায়।’
‘এরপর একই বছর আবারও অভিযান চালায় ইমিগ্রেশন পুলিশ, তখন এই ব্যবসার সঙ্গে যুক্ত দুই বাংলাদেশিকে গ্রেফতার করা গেলেও শীর্ষ দু’জন তখনও আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল।’
মালয়েশিয়ার অবৈধ অধিবাসীদের কাছে এই চক্রের সদস্যরা ভুয়া পাসপোর্ট, অস্থায়ী ওয়ার্কিং ভিজিট পাস, আইক্যাড এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের(সিআইডিবি) কার্ড বিক্রি করত বলে জানিয়েছেন অভিবাসন কার্যালয়ের মহাপরিচালক।
‘ইমিগ্রেশন পুলিশের অভিযানের প্রেক্ষিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই চক্রের সদস্যরা। ২০২০ সাল থেকে তারা আবার সক্রিয় হয় এবং ইমিগ্রেশন পুলিশও তখন থেকে নজরদারি পুনরায় শুরু করে।’
সূত্র: দি স্টার
এসএমডব্লিউ