ভারতের আর্থিক প্রবৃদ্ধি নেমে যাবে সাড়ে ৯ শতাংশে

করোনায় কাবু ভারতের অর্থনীতি। এর মধ্যেই খারাপ খবর দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চার মাস আগে আইএমএফ ২০২১-২২ অর্থবছরে ভারতের আর্থিক প্রবৃদ্ধি সাড়ে ১২.৫ শতাংশের কথা বললেও মঙ্গলবার তা কমিয়ে সাড়ে ৯ শতাংশ হবে বলে ইঙ্গিত দিয়েছে।
ভারতের আর্থিক প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশ কমে যাওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে করোনার দ্বিতীয় ঢেউকে উল্লেখ করেছে আইএমএফ। এক বিবৃতিতে বলেছে, ‘মার্চ থেকে মে মাস পর্যন্ত করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্যই ভারতের আর্থিক বৃদ্ধি কমবে। তবে তা খুব ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে।’
বিশেষজ্ঞদের অভিমত, আইএমএফের কথা মানলে ২০২১-২২ অর্থবছরে ভারতের আর্থিক বৃদ্ধি ৯.৫ শতাংশে থমকে যাওয়ার অর্থ করোনা পরিস্থিতিতে গত দুই বছরে জিডিপি ১০ শতাংশ কমে যাওয়া। করোনা না হলে প্রতি বছর ভারতের জিডিপি বাড়ত ৬ শতাংশ করে।
এদিকে, ২০২২-২৩ অর্থবছরের জন্য ভারত ভালো কিছু আশা করতে পারে বলে মনে করছে আইএমএফ। এ ক্ষেত্রে ভারতের আর্থিক বৃদ্ধি হতে পারে ৬.৯ থেকে ৮.৫ শতাংশ।
অন্যদিকে, ভারত ছাড়াও অন্যান্য দেশের আর্থিক বৃদ্ধিরও পূর্বাভাস দিয়েছে আইএমএফ। বলা হয়েছে ২০২১-২২ আর্থিক বছরে করোনার কারণে চীনের আর্থিক বৃদ্ধি কমবে ০.৩ শতাংশ আর সৌদি আরবের ০.৫ শতাংশ।
ওএফ