সবাই মিলে বিজেপিকে হারাতে হবে : মমতা

বিজেপিকে ঠেকাতে হলে বিরোধীদের একজোট হওয়ার বার্তা আগেই রেখেছিলেন। দিল্লি সফরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষেও একই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার মতে, ২০২৪ সালের ভোটে বিজেপিকে হারাতে হলে সব বিরোধী দলগুলোকে একজোট হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সোনিয়ার সঙ্গে জোট নিয়ে ‘সদর্থক’ আলোচনা হয়েছে বলে জানালেও, বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন বলে সেখানে মন্তব্য করেন মমতা।
বুধবার সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। বিজেপিবিরোধী জোটে তিনিই নেতৃত্ব দেবেন কি না, তার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে মমতা বলেন, ‘বিজেপিকে হারাতে হলে আমাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে। একা আমি কিছু করতে পারব না। আমি লিডার নই, ক্যাডার। আমি স্ট্রিট ফাইটার।’
মমতা বলেন, ‘আমাকে চায়ের আমন্ত্রণ পাঠিয়েছিলেন সোনিয়াজি। বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করা নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে পেগাসাস ও কোভিড নিয়ে। ভবিষ্যতে ইতিবাচক ফল বেরিয়ে আসবে বলে আশাবাদী আমি।’
ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিরোধীদের ফোনে আড়ি পাতা নিয়ে গত বুধবারও উত্তাল ছিল ভারতের সংসদের বাদল অধিবেশন। সেখানে তৃণমূল এমপি ও মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখো গেছে।
বিজেপি ইচ্ছাকৃত সংসদ অচলের অভিযোগ তুললেও মমতার প্রশ্ন, ‘সরকার পেগাসাস নিয়ে জবাব দিচ্ছে না কেন? মানুষ জানতে চায়। সংসদে আলোচনা হবে তো কোথায় হবে, চায়ের দোকানে? সংসদেই এর জবাব দিতে হবে সরকারকে।’
এএস