অলিম্পিক প্রতিযোগীদের ‘মাও ব্যাজ’ পরার আদেশ প্রত্যাহার চীনের

খেলাধুলার বৃহত্তম আন্তর্জাতিক আসর অলিম্পিকে নিজ দেশের প্রতিযোগীদের মাও সে তুংয়ের ছবি সম্বলিত ব্যাজ পরার আদেশ প্রত্যাহার করেছে চীন। এ বিষয়ে অলিম্পিক আয়োজক সংস্থা আইওএমের (ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি) সতর্কবার্তার পরই এই উদ্যোগ নিয়েছে দেশটি।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। আইওএমের কর্পোরেট কমিউনিকেশন্স বিভাগের পরিচালক এ বিষয়ে বিবিসিকে বলেন, ‘আমরা মৌখিকভাবে চীনের অলিম্পিক প্রতিনিধি দলের প্রধান নির্বাহীকে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলাম।
‘পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আচরণ আর হবে না- তা নিশ্চিত হতে লিখিত প্রতিশ্রুতিও চেয়েছিলাম।’
‘চীনের অলিম্পিক কমিটি ইতোমধ্যে আমাদের লিখিতভাবে জানিয়েছে, ভবিষ্যতে অলিম্পিক ভিলেজে থাকাকালে, ইভেন্টে ও পদকপ্রদান অনুষ্ঠানে চীনের কোনো প্রতিযোগী আর মাও ব্যাজ পরবে না।’
সোমবার নারীদের জোড়া সাইকেল চালানো প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন চীনের বাও শানজু ও ঝং তিয়ানশি নামের দুই প্রতিযোগী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাও জে দংয়ের ছবি সম্বলিত ব্যাজ পরে হাজির হয়েছিলেন তারা।
অলিম্পিক সনদের ৫০ নং ধারা অনুযায়ী, অলিম্পিক আসরে সুনির্দিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও বর্ণবাদী মতবাদ প্রচার কঠোরভাবে নিষিদ্ধ। সম্প্রতি অবশ্য প্রতিযোগীদের মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি বিবেচনায় এনে কিছু ছাড় দেওয়া হয়েছে।
সেই অনুযায়ী, প্রতিযোগীরা যে কোনো অলিম্পিক ইভেন্ট শুরুর আগে তা শেষ হওয়ার পর নিজেদের মতামত ব্যক্ত করতে পারবেন, তবে ইভেন্ট চলাকালে এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজনৈতিক, ধর্মীয় ও বর্ণবাদী কোনো কাজকর্ম ও বিবৃতি দেওয়ায় নিষেধাজ্ঞা এখনও বহাল আছে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা মাও সে তুং ১৯৪৯ সালে ‘জনগণতান্ত্রিক বিপ্লবের’ মাধ্যমে দেশের রাষ্ট্রক্ষমতায় আসেন এবং ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চীনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন। চীনা কমিউনিস্ট পার্টির প্রধান নেতা হওয়ায় সাধারণভাবে তিনি পরিচিত ছিলেন ‘চেয়ারম্যান মাও’ নামে।
১৯৬০ সালে মাও সে তুংয়ের ছবি সম্বলিত মাও ব্যাজ প্রথম প্রচলন করে চীনের কমিউনিস্ট পার্টি। সেসময় দেশটির অভ্যন্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগীতাসমূহে অংশগ্রহণকারীরা এই ব্যাজ পরতেন। এটি ছিল মাও সে তুংয়ের প্রতি আনুগত্যের অন্যতম নিদর্শন।
সূত্র : বিবিসি
এসএমডব্লিউ