২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিড়ালের হামলায় মৃত্যু

লন্ডন থেকে রেকর্ড ভাঙা ২ হাজার ১৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়া পৌঁছানোর পর একটি বাদুড় বিড়ালের হামলায় মারা গেছে।
মানুষের বৃদ্ধাঙ্গুলির আকারের নাথুসিয়াস পিপিস্ট্রেল গোত্রের স্ত্রী এই বাদুড় রাশিয়ার পস্কোভ অঞ্চলে পাওয়া গেছে। এই বাদুড়টির ডানায় লন্ডন চিড়িয়াখানার একটি চিহ্ন আঁকা ছিল। পস্কোভের বাদুড় পুনর্বাসন কাজের সঙ্গে সংশ্লিষ্ট একটি সংস্থার সদস্যরা বাদুড়টিকে উদ্ধার করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেটি মারা যায়।
ব্রিটেনের অতীতের সব রেকর্ড ভেঙে ইউরোপে দীর্ঘপথ পাড়ি দেওয়ার নতুন রেকর্ড গড়েছিল বাদুড়টি। পিপিস্ট্রেল বাদুড়টির ওজন ছিল মাত্র ৮ গ্রাম। রাশিয়ার বাসিন্দা সেভেৎলানা লাপিনা দেশটির মলগিনো শহরের ছোট একটি গ্রামে এই বাদুড়টি খুঁজে পান। পরে তিনি ব্রিটেনের বাদুড় সংরক্ষণ ট্রাস্টকে সেটির বিষয়ে বিস্তারিত জানান।
ব্রিটেনের বাদুড় সংরক্ষণ ট্রাস্টের প্রধান লিসা ওরলিজ বিবিসিকে বলেছেন, ব্রিটেন থেকে ইউরোপজুড়ে যেকোনও বাদুড়ের ভ্রমণের ক্ষেত্রে এটি ছিল চমকপ্রদ এবং দীর্ঘতম।
তিনি বলেন, ‘বাদুড়টির এই যাত্রা একটি উত্তেজনাপূর্ণ বৈজ্ঞানিক অনুসন্ধান এবং বাদুড়ের অভিবাসনের ধাঁধার আরেক অংশ উন্মোচন করেছে। ব্রিটেনজুড়ে এবং ব্রিটেন থেকে ইউরোপের অন্যান্য দেশে নাথুসিয়াস পিপিস্ট্রেল বাদুড়ের ভ্রমণ এখনও বিশাল রহস্য হয়ে আছে।’
লন্ডনে বাদুড় নিয়ে কাজ করে আসা ব্রায়ান ব্রিগস ২০১৬ সালে ওই বাদুড়টির ডানায় একটি চিহ্ন এঁকে দিয়েছিলেন। তিনি বলেছেন, এটি অত্যন্ত চমকপ্রদ। অসাধারণ এসব প্রাণী রক্ষায় এবং তাদের আকর্ষণীয় জীবন সম্পর্কে জানতে আন্তর্জাতিক সংরক্ষণ কাজে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।
এর আগে, ২০১৯ সালে লাটভিয়া থেকে ২ হাজার ২২৪ কিলোমিটার পাড়ি দিয়ে স্পেনে পৌঁছেছিল একটি নাথুসিয়াস পিপিস্ট্রেল বাদুড়। নাথুসিয়াস পিপিস্ট্রেলের ব্যাপক পরিসরের অভিবাসনের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক আছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রজাতির বাদুড়ের ওপর আরও প্রভাব পড়বে বলে পূর্বাভাষ রয়েছে।
ব্রিটেনে ২০১৬ সালে প্রজনন, বাস্তুসংস্থান এবং অভিবাসন আচরণের ওপর গবেষণার জন্য ন্যাশনাল নাথুসিয়াস পিপিস্ট্রেল প্রকল্প চালু করা হয়। দেশটিতে ২ হাজার ৬০০টির বেশি নাথুসিয়াস পিপিস্ট্রেল বাদুড় রয়েছে। এই প্রজাতির বাদুড়ের মাতৃত্বের উপনিবেশ হিসেবে কেন্ট, নর্থাম্বাবারল্যান্ড, সুরে এবং বৃহত্তর লন্ডন বেশ পরিচিত।
এসএস