বন্ধুত্বে ফাটল: ট্রাম্পের ছবি মুছে ফেললেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন নিয়ে চলমান আলোচনার মধ্যেই নিজের টুইটার অ্যাকাউন্টে থাকা মার্কিন প্রেসিডেন্টের ছবি মুছে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
হোয়াইট হাউসে ট্রাম্প এবং নেতানিয়াহু পাশাপাশি বসে আছেন- দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বন্ধুত্বের স্মারক হিসেবে এই ছবিটি নেতানিয়াহুর টুইটার অ্যাকাউন্টে শীর্ষে ছিল।
তবে মঙ্গলবার থেকে সেটি আর দেখা যাচ্ছে না। এর পরিবর্তে নেতানিয়াহুর টিকা নেয়ার ছবিটি শীর্ষে দেখা যাচ্ছে, যার নিচে ক্যাপশন আকারে লেখা রয়েছে, ‘ইসরায়েলের নাগরিকগণ, আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ইরান এবং ফিলিস্তিনের বিষয়ে কঠোর নীতি নেয়ার ব্যাপারে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন নেতানিয়াহু; সে বৈঠকের ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করেছিলেন তিনি।
ওই ছবিটিও অপসারণ করা হয়েছে; পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে এবং বাহরাইনের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তোলা ছবি। এ দুটি দেশের সঙ্গে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরাইল।
৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে অধিবেশন চলার সময় ট্রাম্প সমর্থকদের সেখানে হামলা চালানোর ঘটনায় বর্তমানে টালমাটাল অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। এমন সময়ে দেশটির ‘অকৃত্রিম মিত্রদেশ’ হিসেবে পরিচিত ইসরায়েলের প্রধামন্ত্রী কী কারণে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের ছবি মুছে দিলেন- সে বিষয়ে কোনো বক্তব্য অবশ্য নেতানিয়াহুর পক্ষ থেকে দেয়া হয়নি।
এদিকে ক্যাপিটলে হামলায় উস্কানি দেয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাগোমাধ্যম মাইক্রো ব্লগিং সাইট টুইটার। টুইটারের পথ অনুসরণ করে মঙ্গলবার ট্রাম্পের নিজস্ব চ্যানেলও বন্ধ করে দিয়েছে ইউটিউব। আপাতত সাত দিনের জন্য এটি বন্ধ করা হলেও এই নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়তে পারে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স।
এসএমডব্লিউ