বর-কনের জন্য ফুলের মাস্ক

করোনা ভাইরাস সংক্রমণ রোধে শুরু থেকেই স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে পুরো বিশ্বেই। ভাইরাসটি কয়েকবার ধরন পাল্টালেও পরিধানের ক্ষেত্রে এতটুকুও গুরুত্ব হারায়নি মাস্ক। এমনকি করোনার টিকা নিলেও মাস্ক ব্যবহারের বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এরপরও ‘জীবন রক্ষাকারী’ এ উপকরণটি ব্যবহারে বহু মানুষের উদাসিনতা দেখা গেছে। যে কারণে মাস্কে ভ্যারাইটিও এনেছেন উৎপাদনকারীরা। করোনা সংক্রমণ রোধে মানুষের স্বাস্থ্য সচেতনতায় সম্প্রতি দুর্গা প্রতিমার মুখে সোনার মাস্ক পরানোর ঘটনাও ঘটেছে ভারতে।

এর মধ্যেই বর-কনের জন্য ফুলের মাস্ক তৈরি করেছেন এক ব্যবসায়ী। বিয়ে বাড়িতে আসা অতিথিদের সচেতনতায় এ উদ্যোগ বলে জানিয়েছেন ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর মোহন নামের ওই ব্যবসায়ী।
মোহন বলেন, সরকারের নির্দেশনা থাকলেও বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিরা মাস্ক ব্যবহার করছেন না। এ কারণে সচেতনতা বাড়াতে বর-কনের জন্য ফুলের মাস্ক তৈরি করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন মানুষ। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৪৯৭ জন।
জেডএস