এক রোগী শনাক্তের পর ক্যানবেরায় লকডাউন

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এক বছরের বেশি সময় পর প্রথম একজনের কোভিড সংক্রমণ শনাক্ত হওয়ায় শহরটিতে এক সপ্তাহের জন্য লকডাউন জারি করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে লকডাউন কার্যকর হবে।
কোভিড আক্রান্ত ওই ব্যক্তি কীভাবে মহামারি এই ভাইরাসে সংক্রমিত হলেন কর্তৃপক্ষ তা খুঁজে না পাওয়ায় রাজধানী অঞ্চলজুড়ে নতুন করে লকডাউন দেওয়া হলো। এতে করে অঞ্চলটির চার লাখ মানুষ আবার করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞার কবলে পড়লেন।
বিবিসির বৃহস্পতিবারের অনলাইন প্রতিবেদন অনুযায়ী সরকারি ঘোষিত এক সপ্তাহের এই লকডাউন চলাকালীন সেখানকার বাসিন্দারা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না। লকডাউনের শুরুর আগে সেখানে কেনাকাটার ধুম পড়ে গেছে।
করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ধরনের প্রকোপ ঠেকাতে হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া। নতুন করে ডেল্টার বিস্তার ছড়িয়ে পড়ার কারণে ইতোমধ্যে দেশটির দুই বৃহত্তম শহর সিডনি ও মেলবোর্নে লকডাউন সংক্রান্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ডেল্টার বিস্তার যাতে ছড়িয়ে না পড়ে এ জন্য সিডনিসহ দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটা বড় অংশে লকডাউন বিধিনিষেধ জারি রয়েছে। এছাড়া প্রতিবেশী ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন শহরে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিডনিতে লকডাউনের নিয়ম মেনে চলা নিশ্চিত করতে সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হতে পারে। এর আগে সেখানে সেনা মোতায়েন করা হয়।
নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের প্রধান (প্রিমিয়ার) গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা এটাই নিশ্চিত করতে চাচ্ছি যে করোনার বিস্তার ঠেকাতে আমাদের হাতে থাকা সম্ভাব্য সব উপায়ের কোনোকিছুই বাদ রাখবো না।’
সিডনিতে সাত সপ্তাহ ধরে লকডাউন চললেও সংক্রমণ এখনো সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ৯০ বছরের বেশি বয়সী দুজনের মৃত্যু হয়েছে।
এএস