নাইজেরিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিখোঁজ কয়েকশ শিক্ষার্থী

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ক্যাটসিনা অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে ওই স্কুলের শতাধিক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় রাতে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীরা মোটরসাইকেলে আসেন এবং আকাশে ফাঁকা গুলি ছুড়েন। যে কারণে শিক্ষার্থীরা পালিয়ে যান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, শুক্রবার রাতে বন্দুকধারীরা ক্যাটসিনা রাজ্যের একটি সরকারি মাধ্যমিক বিজ্ঞান স্কুল লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন; যেখানে আট শতাধিক আবাসিক শিক্ষার্থী ছিল।
শনিবার দেশটির সেনাবাহিনী বলেছে, তারা একটি জঙ্গলে বন্দুকধারীদের আস্তানা শনাক্ত করেছেন এবং সেখানে তাদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে। গোলাগুলির ঘটনায় কোনও হতাহত হয়েছে কিনা তা পরিষ্কার নয়। তবে দেশটির কর্মকর্তারা বলেছেন, শিক্ষার্থীদের আহত হওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি।
এদিকে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি বন্দুক হামলার নিন্দা জানিয়েছেন। কতজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। স্কুল থেকে যেসব শিক্ষার্থীকে অভিভাবকরা বাসায় নিয়ে গেছেন, তাদের বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।
ক্যাটসিনার কানকারা এলাকার ছেলেদের এই আবাসিক স্কুলের পাশের বাসিন্দারা বিবিসিকে বলেছেন, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে তারা গোলাগুলির শব্দ শুনেছেন।
এক ঘণ্টারও বেশি সময় ধরে এই গোলাগুলি চলে। কর্মকর্তারা বলেছেন, পুলিশ আসার আগেই স্কুলের নিরাপত্তাকর্মীরা বন্দুকধারীদের প্রতিরোধ করার চেষ্টা করেন।
এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, গোলাগুলির সময় বন্দুকধারীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। শিক্ষার্থীরা নিরাপদে স্কুল এলাকা ত্যাগ করে। প্রায় ২০০ শিক্ষার্থী পালিয়েছিল এবং প্রাথমিকভাবে তাদের নিখোঁজ বলে মনে করা হয়। পরবর্তীতে এই শিক্ষার্থীরা ফিরে আসে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা বন্দুকধারীদের কিছু শিক্ষার্থীকে ধরে নিয়ে যেতে দেখেছেন।
পুলিশ বলছে, গুলিতে এক পুলিশ সদস্য আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেছেন, নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজতে তারাও পুলিশের সঙ্গে যোগ দিয়েছিলেন। এছাড়া হামলার পর অনেক অভিভাবক সন্তানদের স্কুল থেকে নিয়ে গেছেন।
স্কুলটি এখন নির্জন। সব শিক্ষার্থীকে ছুটি দেয়া হয়েছে। পালিয়ে যাওয়া কিছু শিক্ষার্থী সকালের দিকে শহরে ফিরে এসেছে। অন্যরা বাসে করে বাড়িতে গেছে।
প্রত্যক্ষদর্শী নুরা আব্দুল্লাহি
ক্যাটসিনার গভর্নর আমিনু বেলো মাসারি রাজ্যের সব আবাসিক স্কুল তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারির নিজ এলাকা ক্যাটসিনা। তিনি বর্তমানে সপ্তাহব্যাপী ব্যক্তিগত সফরে এই রাজ্যে অবস্থান করছেন।
প্রেসিডেন্ট বুহারি এক বিবৃতিতে ক্যানকারা বিজ্ঞান স্কুলের নিরপরাধ শিক্ষার্থীদের ওপর দস্যুদের কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হামলার শিকার শিক্ষার্থীদের পরিবার, স্কুল কর্তৃপক্ষ ও আহতদের জন্য আমাদের প্রার্থনা।
শুক্রবারের এই হামলার দু’দিন আগে একই প্রদেশের অন্য এলাকা থেকে একজন গ্রাম প্রধান ও অপর ২০ জনকে অপহরণ করা হয়েছিল। ২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের চিবুক শহরের একটি স্কুল থেকে ২৭০ জনের বেশি ছাত্রীকে অপহরণ করেছিল সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী বোকো হারাম।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের সচরাচর হামলার এলাকাগুলো থেকে দূরের ক্যাটসিনার স্কুলে বন্দুক হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।
সূত্র : বিবিসি।
এসএস