২৪ ঘণ্টায় সংক্রমণ-মৃত্যু-সুস্থতা কমেছে ভারতে

২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় দৈনিক শনাক্ত ও মৃত্যু উভয়ই হ্রাস পেয়েছে, সেই সঙ্গে কমেছে সুস্থতার হারও। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন এবং এ রোগে মারা গেছেন ৪৭৪ জন।
তার আগের দিন বৃহস্পতিবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ৭৮ জন এবং মৃত্যু হয়েছিল ৫৮৩ জনের।
অর্থাৎ, বৃহস্পতিবার থেকে শুক্রবার - ২৪ ঘণ্টায় ভারতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ হাজার ৪১১ জন, শতকরা হিসেবে যা ৩ দশমিক ৬ শতাংশ কম। পাশাপাশি, একদিনের ব্যবধানে দেশটিতে মৃতের সংখ্যা কমেছে ১০৯ জন।
এদিকে, একই সময়সীমায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যাও হ্রাস পেয়েছে। শুক্রবার ভারতে করোনা থেকে আরোগ্য হয়েছেন ৩৬ হাজার ১২৫ জন। আগের দিন বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৪১ হাজার ৭০৯ জন। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা কমেছে ৫ হাজার ৬০৪ জন।
শুক্রবার করোনায় নতুন শনাক্ত ও মৃত্যুতে ভারতের ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শীর্ষে ছিল কেরালা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটিতে এ দিন করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৫২ জন এবং এ রোগে মারা গেছেন ১১৪ জন।
এছাড়া অন্যান্য যেসব রাজ্যে উচ্চ সংক্রমণ দেখা গেছে সেগুলো হলো অন্ধ্র প্রদেশ, কর্নাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে গত ১৯ দিন ধরে করোনায় দৈনিক শনাক্তের হার ৩ শতাংশের কম রয়েছে এবং বর্তমানে এই হার ১ দশমিক ৭৩ বর্তমানে করোনায় দৈনিক শনাক্তের হার ১ দশমিক ৭৩ শতাংশ।
ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৩০ জানুয়ারি, কেরলায়। তার পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন মোট ৪ লাখ ৩০ হাজার ৭৫৯ জন।
এছাড়া মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৪৪৩ জন।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলতি বছর ১৬ জানুয়ারি থেকে গণটিকাদান শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। রোববারের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচিতে এ পর্যন্ত ৫৩ কোটি ১৪ লাখেরও বেশি করোনা টিকার ডোজ ব্যবহার করা হয়েছে।
সূত্র : এনডিটিভি
এসএমডব্লিউ