এক কোটি ৬০ লাখ আমেরিকানের দেহে করোনা

শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা এক কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ায় এর আগের দিন শুক্রবার।
করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে নভেম্বর থেকে মহামারি এই রোগে মৃতের সংখ্যা বাড়ছে। এখন প্রায়ই ভাঙছে দৈনিক মৃত্যুর রেকর্ড। তবে আশার খবর এই, সোমবার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত মার্কিন ফাইজারের কোভিড-১৯ টিকার অনুমোদন দেয়।
গত সাত দিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুই হাজার ৪১১ জন কোভিড-১৯ রোগীর প্রাণহানি হয়েছে। মহামারির প্রাদুর্ভাব শুরুর পর সাপ্তাহিক মৃত্যুর গড়ে যা সর্বোচ্চ
ওইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানান, ‘ফাইজারের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে এফডিএ’। চব্বিশ ঘণ্টার মধ্যে আমেরিকানদের টিকা দেওয়া শুরুর প্রতিশ্রুতি দেন তিনি।
এ ছাড়া শুক্রবার একদিনে ২ লাখ ৩২ হাজার ৭০০ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের আর কোনো দেশে একদিনে এত মানুষ করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড নেই। নভেম্বর থেকে সংক্রমণ বাড়ছেই।
বার্তা সংস্থা রয়টার্সের করা সবশেষ হিসাব অনুযায়ী গত সাত দিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুই হাজার ৪১১ জন কোভিড-১৯ রোগীর প্রাণহানি হয়েছে। মহামারির প্রাদুর্ভাব শুরুর পর সাপ্তাহিক মৃত্যুর গড়েও যা সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ১০ লাখ ৭ হাজার ৬৮৪ জন; যা এযাবৎকালের সর্বোচ্চ
শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ১০ লাখ ৭ হাজার ৬৮৪ জন; যা এযাবৎকালের সর্বোচ্চ। এর আগে ২১ নভেম্বর হাসপাতালে ভর্তি প্রথমবার দশ লাখ ছাড়ায়।
এএস