রাখি বন্ধন আজ, আর্থিক সমস্যা-মনোমালিন্য দূর হবে যে উপায়ে

হিন্দু পঞ্জিকা মতে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয়। আজ ২২ আগস্ট রাখি। হিন্দু ধর্মে রাখি বন্ধন অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। ভদ্রা দশা ও রাহু কালে রাখি বাঁধা উচিত নয়। তবে এবার রাখির দিনে ভদ্রা দশা থাকছে না। জ্যোতিষে রাখির দিনের কিছু বিশেষ উপায় সম্পর্কে বলা হয়েছে। এ উপায়গুলো মেনে চললে সব সমস্যা দূর হয়।
১. পূর্ণিমার দিনে রাখি বন্ধন পালিত হয়। চন্দ্র মনের কারক গ্রহ। এ দিন চন্দ্রের পূজা করলে মন শান্ত হয় এবং মানসিক শান্তি পাওয়া যায়।
২. আর্থিক সমস্যা দূর করার জন্য ভাই নিজের বোনের হাত দিয়ে একটি গোলাপী রঙের কাপড়ে অক্ষত, সুপারি ও এক টাকার কয়েন নিন। এ কাপড়কে নিজের লকারে রাখুন। জ্যোতিষীদের মতে, এ উপায় করলে দ্রুত আর্থিক সমস্যা দূর হয়।
৩. ভাইকে নজরদোষ থেকে বাঁচানোর উপায় করতে পারে বোনেরা। এর জন্য একটি ফিটকিরি নিয়ে সাত বার ভাইয়ের মাথায় ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিন। এছাড়া চৌরাস্তায়ও ফেলে দিতে পারেন। এর প্রভাবে নজরদোষ দূর হয়।
৪. কুষ্ঠিতে চন্দ্র দোষ থাকলে শ্রাবণ পূর্ণিমার দিনে চন্দ্রের পূজা করা শুভ। এ দিন ওম সোমেশ্বরায় নমঃ মন্ত্র জপ করা উচিত। ফলে সব সমস্যা দূর হয়।
৫. রাখি পূর্ণিমার দিনে দেবতাদের রাখি বাঁধলে সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এ দিন সবার আগে গণেশকে রাখি বাঁধুন। ফলে ভাই-বোনের মনোমালিন্য দূর হবে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএসএইচ