অ্যাপ থাকলে দিল্লির সড়কে লাগবে না ড্রাইভিং লাইসেন্স

ভারতের দিল্লিতে গাড়ি নিয়ে সড়কে বের হলে লাগবে না ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট। কাগজপত্র ভুলে বাড়িতে ফেলে আসলে তা নিয়ে আর চিন্তা করতে হবে না গাড়িচালকদের।
দিল্লি সরকার জানিয়েছে, ডিজি-লকার বা এম-পরিবহন মোবাইল অ্যাপে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য তথ্যাদি সেইভ রাখলেই হবে। রাস্তায় ট্রাফিক পুলিশ বা পরিবহন দফতরের যেকোনো কাজের জন্য অ্যাপে সেইভ করা ডকুমেন্টস দেখালেই হবে।
দেশটির মোটর ভেহিকেলস আইন ১৯৮৮ অনুযায়ী অ্যাপে সেইভ করা তথ্যাদিও আসল হিসেবেই গণ্য করা হবে। তাছাড়া তথ্য প্রযুক্তি আইন ২০০০ অনুযায়ী এসব তথ্য হার্ড কপির মতোই বৈধ।
এমএইচএস