দেশে ফিরেই গ্রেপ্তার পুতিনবিরোধী নেতা

দেশে ফিরেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। রোববার (১৭ জানুয়ারি) একটি মামলায় স্থগিত দণ্ডের ‘শর্ত লঙ্ঘনের অভিযোগে’ তাকে মস্কো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
বিষপ্রয়োগের ফলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে জার্মানিতে চিকিৎসা শেষে পাঁচ মাস পর দেশে ফেরার পরই গ্রেপ্তার করা হলো তাকে।
অ্যালেক্সি নাভালনির মুখপাত্র কীরা ইয়ারমিশ এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন, বিমানবন্দর থেকে পুলিশ অ্যালেক্সি নাভালনিকে গ্রেপ্তার করেছে। তার সঙ্গে কাউকে দেখা করার সুযোগও দেওয়া হচ্ছে না।
গ্রেপ্তারের ঝুঁকি নিয়েই প্রায় পাঁচ মাস পর জার্মানির বার্লিন থেকে রাশিয়ায় ফিরে এসেছিলেন নাভালনি।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, নাভালনি ও তার স্ত্রী স্থানীয় সময় রোববার রাত ৮টার পরই মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে পৌঁছান। তাদের বিমান অবতরণের কথা ছিল নুকোভো বিমানবন্দরে।

কিন্তু সেখানে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন শত শত সমর্থক। আর তাই নাভালনির বিমান সেখানে নামতে না দিয়ে শেরেমিতিয়েভো বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়।
নাভালনির প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন, ছবিতে বিমানবন্দরে পুলিশের গাড়ি দেখা গেছে।
গত বছরের আগস্ট মাসে বিমানে করে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় চা পানের পরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভলনি। বিমানবন্দর থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় জানায় যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
গত বুধবার নিজের ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে রাশিয়ায় ফেরা এবং পুনরায় রাজনীতি শুরুর কথা জানান এই নেতা। ক্রেমলিন থেকেও তার ফেরার বিষয়ে কোনো আপত্তি নেই বলে জানানো হয়।

আটক হওয়ার ঠিক আগ মুহূর্তে পুতিনবিরোধী এই নেতা বিমানবন্দরে তার সমর্থকদের উদ্দেশে বলেন,‘আমি জানি, আমি সঠিক পথে আছি। আমি কিছুতেই ভয় করি না।’
রাশিয়ার কারা বিভাগ অবশ্য আগেই জানিয়েছিল, ২০১৪ সালের একটি মামলায় স্থগিত দণ্ডের ‘শর্ত লঙ্ঘনের অভিযোগে’ মস্কোতে ফিরলেই নাভালনিকে গ্রেপ্তার করা হবে।
সাংবাদিকরা এই বথা মনে করিয়ে দিলেও মস্কোতে পৌঁছানোর আগে ফ্লাইটের মধ্যেই ৪৪ বছর বয়সী এই রাজনীতিক সেই আশঙ্কা হেসে উড়িয়ে দিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করা হবে না বলেও নিজের বিশ্বাসের কথা জানিয়েছিলেন তিনি।
সূত্র: আলজাজিরা
টিএম