বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) গভীর রাতে রাজ্যটির রাজধানী বেঙ্গালুরুতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও সংবাদমাধ্যম এনডিটিভি।
বেঙ্গালুরুর আদুগোদি থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে শহরের কোরামাংগালা এলাকায় দ্রুতগতি সম্পন্ন একটি অডি গাড়ি সজোরে একটি গাছে ধাক্কা মরে। এতে গাড়ির ভেতরে থাকা ৭ জনের সবাই নিহত হন।
— ANI (@ANI) August 31, 2021
এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। নিহতদের মধ্যে তিনজন নারী। নিহতও ওই তিন নারীসহ সকলের বয়সই বিশের কোঠায়।
টিএম