ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১৪

ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে এক মিনিবাস দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে এই দুর্ঘটনা ঘটেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আইআরএনএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। দেশটির আধাসরকারি বার্তাসংস্থা আইএসএনএ অবশ্য জানিয়েছে, দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন এবং আহতের সংখ্যা ১২।
আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি কুর্দিস্তানের মারিভান শহর থেকে কামিয়ারান শহরের দিকে যাচ্ছিল। সড়কটি ছিল পাহাড়ি এবং চালকের দোষেই বাসটি খাদে পড়ে এই পরিমাণ হতাহত হয়েছে।
ইরানের সড়ক যোগাযোগব্যবস্থা বেশ ভাল, কিন্তু প্রতিবছরই ব্যাপক সংখ্যক সড়ক দুর্ঘটনা হয় দেশটিতে। সড়ক দুর্ঘটনায় বিশ্বের যেসব দেশ শীর্ষে আছে, তাদের মধ্যে অন্যতম ইরান।
অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার প্রধান কারণ থাকে চালকের অদক্ষতা বা গাড়ির ফিটনেস সমস্যা।
সূত্র : এএফপি
এসএমডব্লিউ