‘বাঘের মুখ চেপে ধরলাম’, বেঁচে ফিরে রোমহর্ষক বর্ণনা জেলের

বাঘের হাত থেকে ভাগ্যক্রমে প্রাণ বাঁচল ভারতের পশ্চিমবঙ্গের জেলে সুদর্শনের। বৃহস্পতিবার সুন্দরবনের ভারতীয় অংশে মাছ ধরার সময় বাঘের কবলে পড়েন তিনি। তবে সঙ্গীদের তৎরতায় বেঁচে গেছেন তিনি। বর্তমানে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চিকিৎসাধীন।
তিনি জানান, সোমবার ভগ্নিপতি ও অন্য তিন বন্ধুর সঙ্গে সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। একবার গেলে টানা ১০-১২ দিন নৌকায় থাকেন তারা। কাঁকড়া, মাছ ও চিংড়ি ধরেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হরিখালি খাঁড়িতে মাছ ধরতে নামেন তিনি। পাশেই কয়েক হাত দূরে রাখা নৌকা। এমন সময়ে হঠাৎ সুদর্শনের ওপর ঝাঁপিয়ে পড়ে রয়েল বেঙ্গল। ছিটকে এসে নৌকার সঙ্গে ধাক্কা খান সুদর্শন। ধাক্কার চোটে নৌকার ওপরের অংশ ভেঙে খোলের মধ্যে পড়ে যান নৌকায় থাকা বাকি সদস্যরা।
সুদর্শন জানান, ওই সময়ে মাথা কাজ করছিল না। প্রচণ্ড জোরে থাবা মারছিল বাঘ। তিনি কোনোভাবে বাঘের মুখ চেপে ধরার চেষ্টা করেন। দ্রুত এগিয়ে আসেন তার সঙ্গীরা। সবাই মিলে বৈঠা, লাঠি দিয়ে মারতে শুরু করেন বাঘটিকে। শেষে কাঁকড়া ধরার শিক দিয়ে আঘাত হানতেই রণে ভঙ্গ দেয় বাঘ। সুদর্শনকে ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় বাঘটি। ততক্ষণে রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়েছেন তিনি। সঙ্গীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় পাঠানো হয় তাকে।
চিকিৎসকরা জানান, গালের ডান দিকের হাড় ভেঙে গেছে তার। শিগগির অস্ত্রোপচার করা হবে। তার গলার কাছেও রয়েছে বাঘের নখের বড় ক্ষত। তবে আপাতত তার অবস্থা স্থিতিশীল।
ওএফ