ট্রাম্পের বিদায়ের দিনে কন্যার বাগদান

বুধবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগের দিন মঙ্গলবার (১৯ জানুয়ারি) শেষ বারের মতো পূর্ণ দিবস অফিস করেন তিনি। আর সেই দিনেই প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প।
২৩ বছর বছর বয়সী প্রেমিক মাইকেল বৌলোসের সঙ্গে বেশ জাকজমকের সঙ্গেই বাগদান সারেন ২৭ বছর বয়সী এই ট্রাম্প কন্যা। ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে এই বাগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগদানের পর ইন্সটাগ্রামে নিজেই বিষয়টি জানান টিফানি। সেখানে তিনি লেখেন, ‘পরিবারের সঙ্গে হোয়াইট হাউসে অনেকগুলো মাইলফলক অর্জন, ঐতিহাসিক অনুষ্ঠান উদযাপন এবং নিত্য নতুন স্মৃতি তৈরির বিষয়টি ছিল সম্মানের। কিন্তু আমার প্রিয় মানুষ মাইকেলের সঙ্গে বাগদানের চেয়ে আর কিছুই বেশি আনন্দদায়ক নয়। জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আমি খুবই উচ্ছ্বসিত!’

লেখার সঙ্গে হোয়াইট হাউসের ভেতরে দুজনের পাশাপাশি তোলা ছবিও পোস্ট করেন তিনি। সেখানে টিফানির হাতের আঙুলে বাগদানের আংটিও দেখা যায়।
অন্যদিকে টিফানির সঙ্গে আংটি বদল করা ২৩ বছর বয়সী মাইকেল বৌলোস শত কোটি ডলার মূল্যের নাইজেরিয়াভিত্তিক ব্যবসায়ের উত্তরাধিকারী। লন্ডনে পড়াশোনার সময় টিফানির সঙ্গে পরিচয় হয় তার।
একই ছবি নিজের ইন্সটাগ্রাম অ্যাকউন্টে শেয়ার করেছেন বৌলোসও। ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসার (মানুষটির) সঙ্গে বাগদান সেরে ফেললাম! একসঙ্গে পরবর্তী অধ্যায়ের জন্য মুখিয়ে আছি।’
ডোনাল্ড ট্রাম্প ও তার দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের একমাত্র সন্তান টিফানি ট্রাম্প। ২০২০ সালের মে মাসে জর্জটাউন ল স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি।
২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মেয়ে-জামাতাসহ ট্রাম্পের পরিবারের প্রায় সবাই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন। তাদের তুলনায় টিফানি ট্রাম্প গত চার বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছিলেন।
গত বছর রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনে বক্তৃতা দেওয়ার পরই রাজনৈতিকভাবে আলোচনায় আসেন তিনি।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগেও বাবা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন টিফানি।
প্রেসিডেন্ট পদ থেকে বুধবার ট্রাম্পের বিদায়ের পর সদ্য বাগদান সম্পন্ন করা এই জুটির ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, তা অবশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: সিএনএন
টিএম