ভারতে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে

ভারতে নির্মিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে। উদ্বোধনের আগে এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন দেশটির কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতন গড়কড়ি। নিজে গাড়িতে বসে এক্সপ্রেসওয়েটির গতি পরীক্ষা করেছেন। দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ঘণ্টায় ১৭০ কিলোমিটার গতিতে ছুটে চলেছে তার বিলাসবহুল গাড়ি।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের সোমবারের প্রতিবেদনে এই জানিয়ে বলা হয়েছে, সাধারণত নতুন কোনো সড়ক তৈরির পর তাতে গতি পরীক্ষা (স্পিড টেস্ট) করে থেকে সরকারি প্রকৌশলী কিংবা কর্মকর্তারা। ভালো মানের কোনো গাড়িতে ঘণ্টায় ১৬-১৭০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে সড়কের অবস্থা পরীক্ষা করা হয়।
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের গতি পরীক্ষাতেও অবশ্য এর অন্যথা হয়নি। কিন্তু এই পরীক্ষায় নিজের গাড়িতে করেছেন মন্ত্রী। সামনের আসনে বসতে দেখা যায় তাকে। পরীক্ষা শুরুর আগে বিভিন্ন বিষয়ে তিনি কর্মকর্তাদের প্রশ্ন করেন। গাড়ির পেছনের আসনে ছিলেন সরকারি প্রকৌশলী, কর্মকর্তা ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকদের।
গতি পরীক্ষার মতো ঝুঁকি নেওয়ায় নীতিন গড়কড়ির প্রশংসা করেছেন অনেকে। আবার অনেকে কিয়া কার্নিভালের মতো এমপিভি গাড়িতে এত গতি তোলা নিরাপদ নয় বলে কেন্দ্রীয় মন্ত্রীর সমালোচনাও করেছেন।
দুই দিনের সফরে গড়কড়ি দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। ৯৮ হাজার কোটি রুপি ব্যয়ে এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। এটা তৈরি হলে দুই শহরের মধ্যে সড়কপথের দূরত্ব প্রায় ১২ ঘণ্টা কমবে।
এএস