১২ মাসে ধনকুবের পরিবারগুলোর উপার্জন ৩১২ বিলিয়ন ডলার

নগদ অর্থের প্রাচুর্য, শেয়ারবাজারে ঊর্ধ্বগতি এবং কর নীতিমালার আনুকূল্য বিশ্বের সম্পদশালী পরিবারগুলোকে আরও ধনী করতে তুলতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক বছরে বিশ্বের ২৫টি শীর্ষ ধনী পরিবারের উপার্জন ছিল ৩১২ বিলিয়ন ডলার; যা তার আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে বেশি অর্থ উপার্জন করেছে ফ্রান্সভিত্তিক বিলাসজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি হারমেস। কোম্পানির স্বত্ত্বাধিকারী হারমেস পরিবারের সম্পদ গত এক বছরে বেড়েছে ১১১ দশমিক ৬ বিলিয়ন, শতকরা হিসেবে যা প্রায় ৭৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক রিটেইল কোম্পানি ওয়ালমার্টের ৫০ শতাংশ শেয়ারের স্বত্ত্বাধিকারী ওয়ালটন পরিবার ২৩ বিলিয়ন ডলার উপার্জন করে এই তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
দেশটির আরকানসাস অঙ্গরাজ্যে বসবাসকারী ওয়ালটন পরিবার গত চার বছর ধরেই বার্ষিক উপার্জনের তালিকায় রয়েছে। এই পরিবারের মোট সম্পদের পরিমাণ ২৩৮ দশমিক ২ বিলিয়ন ডলার।
চলতি বছর তালিকায় নতুন যুক্ত হয়েছে ফান্সের ডাসাউল্ট এবং নিউইয়র্কের এস্টি লাউডার কোম্পানি। গত তিন প্রজন্ম ধরে প্রযুক্তি ও বিমান পরিবহন ব্যবসায় যুক্ত আছে ডাসাউল্ট পরিবার। অন্যদিকে নিউইয়র্কভিত্তিক এস্টি লাউডার কোম্পানি প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত।
সাম্প্রতিক তালিকা থেকে পতন হয়েছে ইলেকট্রানিক সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি স্যামসাংয়ের স্বত্বাধিকারী দক্ষিণ কোরিয়ার লি পরিবারের। গত বছর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী লি কুন হির মৃত্যু ও চলতি বছর ১১ বিলিয়ন ডলার পরিশোধের কারণে শীর্ষ ধনী পরিবারের তালিকায় নিজেদের নাম ধরে রাখতে ব্যর্থ হয়েছে লি পরিবার।
সূত্র : ব্লুমবার্গ
এসএমডব্লিউ