‘নাগরিকদের আস্থা ফিরিয়ে আনাই বাইডেনের মূল লক্ষ্য’

শপথ গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলন করেছে বাইডেন প্রশাসন। বুধবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে সাংবাদিকদের সামনে আসেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, ট্রাম্পের বিদায়ের পর প্রশাসনের প্রতি আমেরিকান নাগরিকদের আস্থা ফিরিয়ে আনাই হবে বাইডেনের মূল লক্ষ্য। প্রেসিডেন্ট জো বাইডেন ঐক্যের ডাক দিয়েছেন বলেও জানান তিনি।
গত এক মাসের মধ্যে হোয়াইট হাউসে এটিই প্রথম কোনো সংবাদ সম্মেলন। এর আগে গত ১৫ ডিসেম্বর সর্বশেষ বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলন করেছিলেন।
প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, আমেরিকান নাগরিকদের আস্থা ফিরিয়ে আনাই হবে বাইডেন প্রশাসনের মূল লক্ষ্য। একইসঙ্গে সত্যতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আমাকে এই কাজের (প্রেস সেক্রেটারি) প্রস্তাব দেওয়ার পর শুরুতেই আমরা সংবাদ সম্মেলন কক্ষে সত্যতা ও জবাবদিহি ফিরিয়ে আনার গুরুত্ব নিয়ে আলোচনা করি।’
নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের ঐক্যের ডাক দেওয়ার ফলে সিনেট থেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের শুনানি বাদ দেওয়া উচিত কিনা- সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে জেন সাকি বলেন, আমেরিকান জনগণের মতোই সিনেটও একইসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে পারে।
গত সপ্তাহে প্রতিনিধি পরিষদে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করা হয়। যদিও সিনেটে তার শুনানি এখনও হয়নি। সেটি হলে এটিই হবে কোনো প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর বিচারের ঘটনা।
জেন সাকি বলেন,‘আমেরিকান জনগণের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি তারা (সিনেট) তাদের সাংবিধানিক দায়িত্বও পালন করতে পারেন।’

তিনি আরও বলেন, রাজনীতির চেয়ে আমেরিকান জনগণের সমস্যা সমাধানের দিকেই দৃষ্টি রয়েছে নতুন প্রেসিডেন্টের।
এদিকে হোয়াইট হাউস ত্যাগের সময় প্রথা অনুযায়ী ওভাল অফিসে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য চিঠি রেখে গেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চিঠিটি খোলার সময় তিনিও প্রেসিডেন্টের সঙ্গে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন বলে জানান প্রেস সেক্রেটারি জেন সাকি। তবে চিঠির বিষয়বস্তু জো বাইডেন এককভাবে প্রকাশ করবেন না জানিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখনই কথা বলার কোনো পরিকল্পনাও প্রেসিডেন্ট বাইডেনের নেই।
সাকি জানান, স্থানীয় সময় আগামী শুক্রবার থেকে বিদেশি নেতাদের সঙ্গে ফোনে কথা বলা শুরু করবেন বাইডেন। সবার আগে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোন করবেন।
আপাতত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা বাইডেনের নেই বলেও জানান সাকি।
সূত্র: বিবিসি
টিএম