এরদোয়ানের সঙ্গে বৈঠকের মাধ্যমে আইসোলেশন ভাঙছেন পুতিন

ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী করোনায় আক্রান্ত হওয়ায় গত ১৪ সেপ্টেম্বর থেকে সেলফ আইসোলেশনে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই আইসোলেশনের সমাপ্তি তিনি টানছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে।
এ সংক্রান্ত এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, বুধবার পুতিনের আইসোলেশন শেষ দিন। এই দিনই সন্ধ্যার পর এরদোয়ানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ‘স্বেচ্ছা গৃহবন্দিত্ব’ থেকে বেরিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
বৈঠকে যোগ দিতে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট। দুই নেতার সংলাপে সিরিয়া ইস্যু প্রধান্য পাবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ক্রেমলিন। পাশপাশি অন্যান্য ইস্যুতেও মত বিনিময় করবেন তারা।
কৃষ্ণ সাগরের তীরবর্তী সোচি শহরের একটি রিসোর্টে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
চলতি বছর সেপ্টেম্বরের প্রথম দিকে অবকাশযাপনের জন্য সাইবেরিয়া গিয়েছিলেন পুতিন। সাইবেরিয়ায় ছুটি কাটানোর পর মস্কোতে কাজে ফেরার কয়েকদিনের মধ্যেই সেলফ আইসোলেশনে যেতে হয় তাকে।
আইসোলেশনে থাকার সিদ্ধান্তের কারণে পুতিনকে নিরাপত্তা সম্মেলনের জন্য তাজিকিস্তান সফর বাতিল করতে হয়েছিল।
৬৮ বছর বয়সী পুতিন রাশিয়ার করোনা টিকা স্পুতনিক-৫ এর দুই ডোজ সম্পূর্ণ করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।
এসএমডব্লিউ