ফিলিপাইনে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ২৩মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএজিএস বলছে, রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চল। তবে এই ভূমিকম্পের সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ইউএজিএস বলছে, ফিলিপাইনের দক্ষিণ-পূর্বাঞ্চলের দাভাও শহরের ৩১০ কিলোমিটার দূরের মিন্দানাও দ্বীপের ৯৫ কিলোমিটার ভূগর্ভে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের জোস আবাদ স্যান্টোস শহরের বাসিন্দারা ভূমিকম্পের পর প্রায় ১৫ মিনিট ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন। মিন্দানাও পুলিশের প্রধান গ্ল্যাবিনারি মুরিলো ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেছেন, ভূমিকম্পের সময় আমরা অনেক বাসিন্দাকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে দেখেছি। তিনতলা ভবনে পুলিশ স্টেশন হওয়ায় আমরাও ভবনের বাইরে ছুটে গিয়েছিলাম। ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প ইনস্টিটিউট ভূমিকম্পের পর আফটার শক হতে পারে বলে সতর্ক করে দিলেও এতে ক্ষয়ক্ষতির শঙ্কা নেই বলে জানিয়েছে।
ফিলিপাইনের এই ভূমিকম্পে কেঁপেছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের স্যানগিহি দ্বীপও। তবে সেখানেও কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির উত্তর সুাওয়াসির দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান রিভোলিয়াস পুডিহ্যাং বলেছেন, ভূকম্পনের সময় স্যানগিহি দ্বীপের রাজধানী তাহুনার বাসিন্দারা কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়েছিলেন। দীর্ঘ সময় ধরে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় অনেক মানুষ বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, লোকজন বাড়িতে ফিরেছেন এবং সবাই নিরাপদ আছেন বলে জানিয়েছেন তিনি।
এসএস