পাঁচ প্রাণ কেড়ে নেয়া আগুনে ফের জ্বলছে সেরাম

ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের প্রাণহানির কয়েক ঘণ্টা যেতে না যেতেই আবারও জ্বলছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার একটি স্থাপনা। প্রথম দফায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলার পর আবারও নির্মাণাধীন একটি স্থাপনায় এই আগুনের সূত্রপাত হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসন কোভিশিল্ডের বাণিজ্যিক অংশীদার সেরামের স্থাপনায় দ্বিতীয় দফায় অগ্নিকাণ্ড ঘটলেও উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সেরাম। দ্বিতীয় দফার আগুনে আটকা পড়া আরও কয়েকজনকে ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
তিন ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় দমকল বাহিনীর সদস্যরা ভবনের প্রথম দফার আগুন নিয়ন্ত্রণে আনার পর সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা এক টুইট বার্তায় বলেন, ‘আমরা মাত্রই দুঃখজনক কিছু খবর পেলাম। তদন্তের পর আমরা আগুনে কয়েকজনের মৃত্যুর খবর জেনেছি। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এর আগে এনডিটিভিকে পুনাওয়ালা বলেছিলেন, আমরা একজন অথবা দু’জনকে উদ্ধারের চেষ্টা করছি। এখন এটিকেই আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা পরবর্তীতে ক্ষয়ক্ষতি এবং অন্যান্য হিসেব-নিকেশের ব্যাপারে পরিস্থিতি মূল্যায়ন করবো।
অগ্নিকাণ্ডে যে পাঁচজন নিহত হয়েছেন; তারা সবাই সেরামের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের বৃহত্তম এই ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। সেরামে আগুনে প্রাণহানির এই ঘটনায় টুইটারে গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পুনের মানজিরি এলাকায় অবস্থিত সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার টার্মিনাল-১ এর মূল ফটকের পাশে অবস্থিত একটি বহুতল ভবনের চতুর্থ ও পঞ্চম তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে।
উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য একশো একর জায়গাজুড়ে অবস্থিত সেরামের ইনস্টিটিউট অব ইন্ডিয়ার মানজারি কমপ্লেক্সে মোট আট থেকে নয়টি ভবন নির্মাণ করা হচ্ছে। যেখানে টিকা উৎপাদন করা হচ্ছে সেখান থেকে এর দূরত্ব কম নয় বলে জানানো হয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাড়াও যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি নোভাভ্যাক্সের তৈরি একটি টিকা উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
১৯৬৬ সালে সাইরাস পুনাওয়ালার হাত ধরে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার যাত্রা শুরু হয়। বিশ্বখ্যাত টিকা উৎপাদক প্রতিষ্ঠানটির বর্তমান কর্ণধার তার ছেলে আদর পুনাওয়ালা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ছবিতে দেখা যায়, সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনের আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলি উড়ছে। অতিরিক্ত ধোঁয়ার কারণে ভবনের ভেতরে আটকা পড়াদের উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে বলে জানান অগ্নিনির্বাপণ কর্মীরা।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে পুনে নগর কমিশনারের সঙ্গে কথা বলে দুর্ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত সে সম্পর্কে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি। তবে বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন অগ্নিনির্বাপণ কর্মকর্তারা।
তবে ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নির্মাণাধীন স্থাপনায় চলমান কাজের সঙ্গে অগ্নিকাণ্ডের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ওই এলাকায় গুঞ্জন ছড়িয়েছে।
এসএস