করোনায় মৃত্যু ২১ লাখ ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, মৃত মানুষের সংখ্যা ২১ লাখ ছাড়িয়ে গেছে।
পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের শুক্রবার সকাল ৯টার তথ্য বলছে, বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৯৭৮। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২১ লাখ ৩৪১ জন।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৮৫২।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৮৬। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ২৮৫ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ২০০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৬৭ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৬ লাখ ৯৯ হাজার ৮১৪। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১৪ হাজার ২২৮ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। আর চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।
২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের জানুয়ারিতে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’। এর এক মাস পর করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাদেশ পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পকিবার পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৩০ হাজার ২৭১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৯৬৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। শুরুর দিকে সংক্রমণ ছিল ধীর। মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ দ্রুত ছড়াতে শুরু করে। জুনে পরিস্থিতি খারাপ আকার ধারণ করে। জুন-জুলাই মাসে সংক্রমণ ও মৃত্যু ছিল সবচেয়ে বেশি। সেপ্টেম্বর ও অক্টোবরে সংক্রমণ নিম্নমুখী ছিল। এ সময় মৃত্যুও কমেছিল। কিন্তু নভেম্বর থেকে আবার সংক্রমণ বাড়তে শুরু করে।
এরমধ্যে ২০ জানুয়ারি আগের একদিনে ৮ জনের মৃত্যুর কথা জানিয়েছিল সরকার; যে সংখ্যাটি ছিল গত বছরের ৯ মের পর সর্বনিম্ন মৃত্যু।
দেশে এসেছে করোনা টিকা
করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নামের টিকার ২০ লাখ ডোজ গতকাল হস্তান্তর করেছে ভারত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এ টিকা হস্তান্তর করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন। এদিন বেলা ১১টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার এআই-১২৩২ ফ্লাইটে টিকাগুলো বাংলাদেশে আসে। এর আগে স্থানীয় সময় সকাল ৮টা ২৮ মিনিটে ফ্লাইটটি মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
এদিকে নিজেদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের বাংলাদেশে ট্রায়াল চালানোর আবেদন করেছে ভারতের হায়দরাবাদভিত্তিক বায়োটেকনোলজি কোম্পানি ভারত বায়োটেক। বৃহস্পতিবার বাংলাদেশের শীর্ষ মেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ইতোমধ্যে ভারতে জরুরি প্রয়োগের অনুমতি পেয়েছে। অনুমোদন মিললে বাংলাদেশে প্রথম কোনও করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল হবে এটি।
কোভ্যাক্সিন নেওয়া উচিত নয় যাদের
• অ্যালার্জির সমস্যা রয়েছে যাদের
• গায়ে জ্বর থাকলে
• রক্তপাতের সমস্যা রয়েছে এমন মানুষ
• রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে ওষুধ খান যারা
• যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই
• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওষুধ খান যারা
• গর্ভবতী নারী
• বাচ্চাকে স্তন্যপান করান যে নারীরা
• অন্য কোনো কোভিড প্রতিষেধক গ্রহণ করেছেন যারা
• শরীরে অন্য কোনো গুরুতর রোগ থাকলে
সূত্র: আনন্দবাজার
শেষ ধাপের পরীক্ষার কার্যকারিতার ফল প্রকাশ না হলেও চলতি মাসের শুরুর দিকে ভারতের মেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ দেশটিতে কোভ্যাক্সিনের জরুরি প্রয়োগে সবুজ সংকেত দেয়। প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষায় ভ্যাকসিনটি নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম হয়েছে বলে দাবি ভারত বায়োটেকের।
মহামারিতে ব্যর্থতার দায় নিয়ে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
দেশের সরকার কোভিড মহামারি প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ- অভিযোগ তুলে রাজধানী উলানবাটোরে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার প্রধামন্ত্রী খুরেলসুখ উখনা। বৃহস্পতিবার পার্লামেন্টে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে মঙ্গোলিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা মন্টসামে।
পদত্যাগপত্র জমা দিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ‘মহামারি প্রতিহত করতে সরকার সফল নয় বলে জনগণ যে অভিযোগ করছেন, তা মেনে নিয়ে এবং সরকারপ্রধান হিসেবে এর দায় স্বীকার করে আমি এই পদ থেকে অব্যাহতি চাইছি। আশা করি পার্লামেন্টের সদস্যরা আমার পদত্যাগ অনুমোদন করবেন।’
করোনায় আক্রান্ত এক নারী এবং তার সদ্যজাত শিশুর সঙ্গে দেশের এক হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক ব্যবহার বিষয়ক একটি ভিডিও ফুটেজ মঙ্গলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিক্ষোভ শুরু হয় উলানবাটোরে।
আতঙ্কিত হবেন না, প্রত্যেকেই টিকা পাবেন: ডব্লিউএইচও
করোনাভাইরাসের টিকা পাওয়া নিয়ে কারও আতঙ্কিত হওয়া উচিত নয় জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, টিকা পাওয়া নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। ইচ্ছুক প্রত্যেকেই টিকা পাবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ডব্লিউএইচও’র একটি অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে সংস্থাটির সহকারী মহাসচিব মারিয়েঙ্গালা সিমাও একথা বলেন।
তিনি বলেন, বিশ্বের সকল প্রান্তের মানুষের জন্য করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ আপনি টিকা পাবেন। সিমাও বলেন, বিশ্বের প্রায় ৫০টি দেশে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এরমধ্যে ৪০টিরও বেশি উচ্চ আয়ের দেশ।
এনএফ
