ট্রাম্পের অভিশংসন: ফেব্রুয়ারি পর্যন্ত সময় চায় রিপাবলিকানরা

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু করতে ডেমোক্র্যাটদের কাছে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় চেয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান সদস্যরা।
রিপাবলিকানদের দাবি, এর ফলে অভিশংসন শুনানির আগে নিজেকে প্রস্তুত করতে সময় পাবেন ট্রাম্প।
জো বাইডেনের ক্ষমতাগ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে সশস্ত্র হামলা ও সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে এক পুলিশ কর্মকর্তাসহ নিহত হয় পাঁচ জন। সমর্থকদের চালানো এই হামলায় ট্রাম্প উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এই অভিযোগে সপ্তাহখানেক আগে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হন ট্রাম্প। এখন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা বাকি দায়িত্ব সিনেটের ওপর ছেড়ে দিতে চায়।
গত বুধবার দুপুরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। এর দুই ঘণ্টা আগে হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডায় নিজের অবকাশ যাপন কেন্দ্র ‘মার-এ-লাগো’তে চলে যান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে উত্তরসূরী বাইডেনের অভিষেকে অনুপস্থিত ছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়ে লজ্জার বিরল ইতিহাস গড়েছেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র দু’জন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছিলেন।

কিন্তু মাত্র এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প লজ্জাজনকভাবে দু’বার অভিশংসিত হয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসনের অভিযোগে বলা হয়, তিনি বারবার নির্বাচনে জয়ের মিথ্যা দাবি করেছেন এবং সমর্থকদের গত ৬ জানুয়ারির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতায় ইন্ধন দিয়েছেন।
শুধু তাই নয়, নিজেকে বিজয়ী ঘোষণা করতে জর্জিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় প্রতিনিধিকে চাপ প্রয়োগও করেছিলেন ট্রাম্প।
ট্রাম্পের ভাগ্য এখন ঝুলে আছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের হাতে। সিনেটে অভিশংসিত হলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না তিনি।
প্রতিনিধি পরিষদের মতো সিনেটেও এখন সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্র্যাটরা। বৃহস্পতিবার রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককোনেল জানান, ট্রাম্পের অভিশংসন সংক্রান্ত কাগজপত্র আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত সিনেটে না পাঠাতে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের কাছে আবেদন করেছেন তিনি।
ডেমোক্র্যাটরা এই কাগজপত্র পাঠানোর পরই সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু হবে।
রিপাবলিকানদের এই দাবি মেনে নেওয়া হলে ফেব্রুয়ারির মাঝামাঝি সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু হতে পারে। আর শুনানির আগে নিজের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় দলিলাদি জমা দেওয়ার জন্য ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত সময় পাবেন ট্রাম্প।
গত বুধবার সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকান পার্টি। তাই ট্রাম্পের শুনানি পেছাতে হলে সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিক দলের নেতা চাক শুমারের অনুমোদন লাগবে।
সূত্র: বিবিসি
টিএম