ট্রাম্পের ‘কঠোর’ অভিবাসন নীতির পরিবর্তন করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের ‘কঠোর’ অভিবাসন নীতি পরিবর্তনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। অভিবাসনের কারণ নিয়ে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে বাইডেন একথা বলেন বলে শনিবার (২৩ জানুয়ারি) জানিয়েছে হোয়াইট হাউস।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের সঙ্গে শুক্রবার টেলিফোনে কথা বলেন জো বাইডেন। পরে এই টেলিফোন আলাপের বিষয়ে হোয়াইট হাউস থেকে বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে জানানো হয়, অভিবাসনের জন্য আরও বৈধ পথ খুঁজে বের করা এবং আশ্রয়ের খোঁজে থাকা মানুষের জন্য অভিবাসন প্রক্রিয়া উন্নত করার বিষয়ে মেক্সিকান প্রেসিডেন্টকে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বাইডেন।

হোয়াইট হাউস বলছে, সদ্য বিদায় নেওয়া প্রশাসনের ‘কঠোর’ অভিবাসন নীতি পরিবর্তনকে অগ্রাধিকার দিচ্ছে বাইডেন প্রশাসন। একইসঙ্গে ‘অবৈধ অভিবাসন’ বন্ধে একযোগে কাজ করতে উভয় নেতা একমত হয়েছেন বলেও জানায় হোয়াইট হাউস।
বাইডেনের অভিবাসন নীতি সংস্কার পরিকল্পনা অনুযায়ী মেক্সিকোকে বেশ বড় ভূমিকাই পালন করতে হবে। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র অভিমুখে যাওয়া অভিবাসীদের একটি বড় ক্যারাভ্যানকে আটকে দিতে অগ্রণী ভূমিকা রাখে মেক্সিকো।

এর আগে বাইডেনের অভিষেকের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের সংস্কারের আহ্বান জানিয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর।
অভিবাসন ইস্যুতে মেক্সিকোসহ অন্য সকল দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন কাজ করবেন বলেও সেসময় তিনি আশা প্রকাশ করেছিলেন।
তিনি বলেছিলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় অভিবাসন নীতি সংস্কার চূড়ান্ত করার কথা বলেছিলেন জো বাইডেন। আশা করি তিনি সেটা করবেন।’

তিনি বলেন, মেক্সিকো পার হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর আগে সকল অভিবাসীকে নিবৃত্ত করার চেষ্টা করবো আমরা। কিন্তু অভিবাসীদের অধিকারের বিষয়টিকেও আমাদের সম্মান করতে হবে।
উল্লেখ্য, প্রতিবছর মধ্য আমেরিকা থেকে লাখ লাখ অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকে পায়ে হেঁটে আবার অনেকে ‘ক্যারাভ্যান’ নামে পরিচিত বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মেক্সিকোর ভেতর দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছান।

অভিবাসনপ্রত্যাশী এসব মানুষের দাবি, অত্যাচার, সহিংসতা ও দারিদ্র্যতার কারণে তারা মাতৃভূমি ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যেতে চান।
সূত্র: রয়টার্স
টিএম