নিখোঁজ শিশুর সন্ধান পেতে অস্ট্রেলীয় ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

প্রায় ছয় দিন আগে হারিয়ে যাওয়া শিশু ক্লেও স্মিথের সন্ধান বা সে কোথায় আছে— সেই বিষয়ে তথ্য যে দিতে পারবে, তাকে ১০ লাখ অস্ট্রেলীয় ডলার পুরস্কার দেবে অস্ট্রেলিয়ার পুলিশ। দেশটির স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগের পশ্চিমাঞ্চলীয় ডেপুটি কমিশনার কোল ব্লাঞ্চ বৃহস্পতিবার এক ঘোষণায় বলেন, ‘আমাদের কমিউনিটির মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ ক্লেওর সন্ধান জানেন। কারো না কারো কাছে এমন তথ্য রয়েছে— যা জানতে পারলে তাকে খুঁজে বের করা আমাদের জন্য সহজ হবে।’
‘ক্লেওকে খুঁজে পেতে যিনি আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাকে ১০ লাখ অস্ট্রেলিয়া ডলার পুরস্কার দেওয়া হবে।’
সম্প্রতি বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পশ্চিম এশিয়ার একটি বনাঞ্চলে ক্যাম্পিংয়ে গিয়েছিল চার বছরের শিশু ক্লেও স্মিথ। মা-বাবার সঙ্গে একই তাঁবুতে ছিল সে। ক্লেওর মা এলি স্মিথ সাংবাদিকদের জানান, গত শনিবার ভোর ৬টার দিকে ঘুম ভেঙে তিনি দেখেন, তাঁবুর সম্মুখভাগ খোলা এবং তার পাশে ক্লেও নেই।
পুলিশ বলছে, ক্লেওর সন্ধান পেতে গত ৫ দিন ধরে ওই বনাঞ্চল ও তার আশপাশের সব এলাকায় চিরুনি অভিযান চালানো হয়েছে; কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।
পশ্চিম অস্ট্রেলিয়ার গোয়েন্দা বিভাগের কর্মকর্তা রড ওয়াইল্ড বলেন, ‘মেয়েটি যেভাবে নিখোঁজ হয়েছে, তাতে ইতোমধ্যে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, সে পথ ভুলে হারিয়ে যায়নি, বরং অপহরণের শিকার হয়েছে।’
‘আমরা এখনও আশা করছি যে ক্লেও বেঁচে আছে, কিন্তু সে নিরাপদ আছে কি-না তা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’
ক্লেওর নিখোঁজের এই ঘটনা অস্ট্রেলিয়ায় জাতীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির অনেক নাগরিক ক্লেওর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার ক্লেওর মা এলি স্মিথ আর্তি জানিয়ে বলেন, ‘দয়া করে আমার বাচ্চাকে আমাদের কোলে ফিরিয়ে দিন।’
এসএমডব্লিউ