বাইডেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন

জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর দেশটির প্রশাসনে যে পরিবর্তন এসেছে, তাকে স্বাগত জানিয়ে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে আন্তরিক আগ্রহ প্রকাশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ‘অত্যন্ত আন্তরিক’ ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে বৈঠকের জন্য অপেক্ষা করছেন।
রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির টিভিতে দেওয়া ওই সাক্ষাৎকারে পেসকভ বলেন,,‘দুদেশের প্রেসিডেন্টের মধ্যে একটি কার্যকর ও ফলপ্রসূ সংলাপ হবে- আমরা শুধু এটিই চাই।’
এ বিষয়ে সেখানে তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আমাদের (রাশিয়া-যুক্তরাষ্ট্র) মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে তা কাটানোর জন্যই আসলে দু’দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি কার্যকর সংলাপ প্রয়োজন। রাশিয়ার দিক থেকে আমরা বলতে পারি, আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংলাপে আন্তরিক এবং সদাশয় সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শন করবেন।’
গত শতকের নব্বইয়ের দশকের প্রথম ভাগে তৎকালীন বিশ্বের পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক ব্লকের মধ্যকার স্নায়ুযুদ্ধ অবসানের পর বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক সবচেয়ে নিম্ন পর্যায়ে রয়েছে। বিশেষ করে ইউক্রেনের বিষয়ে রাশিয়ার ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী দু’দেশের পারস্পরিক সম্পর্ককে আরও শীতল করে তুলেছে।
গত ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়লাভের পর সর্বশেষে যেসব বৈশ্বিক নেতা জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের মধ্যে ভ্লাদিমির পুতিন অন্যতম।
এদিকে সম্প্রতি দেশটির কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তির দাবিতে রাজধানী মস্কোসহ সেইন্ট পিটার্সবুর্গ ও অন্যান্য শহর থেকে বিক্ষোভকারীদের গণআটকের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার। নাভালনির সমর্থকদের গ্রেফতারের মাধ্যমে রাশিয়ায় ক্ষমতাসীন পুতিন সরকার বিদ্রোহ দমনে কর্কশ ও কঠোর কৌশল অবলম্বন করছে বলে নিন্দা জানানোর পাশাপাশি অবলিম্বে নাভালনি ও তার সমর্থকদের মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন।
বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা হলো কয়েক বছর আগে দু’দেশের মধ্যে সম্পাদিত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, যা ‘নিউ স্টার্ট’ চুক্তি নামে পরিচিত। চলতি বছর ফেব্রুয়ারির ৫ তারিখ এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
ইতোমধ্যে এই চুক্তি মেয়াদ বাড়াতে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়ার জন্য হোয়াইট হাউসকে আহ্বান জানিয়েছে ক্রেমলিন। এর প্রেক্ষিতে গত সপ্তাহে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে আগ্রহী।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ