ট্রাম্প প্রশাসনের টিকাদান কর্মসূচি ছিল বিশৃঙ্খল: রন ক্লেইন

কোভিড-১৯ প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের শুরু করা টিকাদান কর্মসূচি ‘বিশৃঙ্খল’ ও ‘খুবই সীমিত’ ছিল বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন। এসময় করোনা মহামারি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে সদ্যবিদায়ী প্রশাসনের সমালোচনাও করেন তিনি।
রন ক্লেইন বলেন, টিকা হাতে আসার পর সেটা যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনাই ছিল না ট্রাম্প সরকারের।
গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। এরপরই ক্ষমতার প্রথম ১০০ দিনে ১০০ মিলিয়ন মানুষকে করোনা টিকা দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৫৭ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় চার লাখ ১৭ হাজার ৫০০ জন। সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দৈনিক হার বেড়েছে। এমনকি কোনো কোনো দিন মৃত্যুর দৈনিক সংখ্যা চার হাজারও ছাড়িয়ে গেছে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর করোনা শনাক্তকরণ পরীক্ষা ও টিকাদান আরও জোরদার করা, নাগরিকদের মাস্ক পরতে আদেশ দেওয়াসহ করোনা মহামারি প্রতিরোধে বাইডেন বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এমনকি সামনের দিনগুলোতে মৃত্যুর সংখ্যা আরও খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও এক লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই সময়ে দেশটিতে মারা গেছেন এক হাজার ৮৪৪ জন।
গত সপ্তাহে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, ‘পরিষ্কার করে বললে, করোনা পরিস্থিতি ভালো হওয়ার আগপর্যন্ত তা খারাপ হতেই থাকবে।’

করোনা মহামারি মোকাবিলা ও শ্লথ গতির টিকাদান কর্মসূচি নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হওয়া সমালোচনার প্রেক্ষিতেই মূলত বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে করোনা টিকা সরবরাহ করা হয়েছে এবং সেখানে টিকাদান কর্মসূচিও চলছে। তবে অনেকে অবশ্য চাহিদা অনুযায়ী টিকা সরবরাহ না পাওয়ারও কথা বলছেন।
সেন্টার ফর ডিজিস এন্ড কন্ট্রোল (সিডিসি)’র দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ৪১ মিলিয়ন ডোজ করোনা টিকা বিতরণ করা হয়েছে। কিন্তু টিকা দেওয়া হয়েছে মাত্র ২০ দশমিক ৫ মিলিয়ন মানুষের মধ্যে।
সূত্র: বিবিসি
টিএম