ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ব্যবসায়ীদের ধরতে বৈশ্বিক অভিযান

ইন্টারনেটে গোপন সাইট বা ডার্কনেটে অস্ত্র, মাদক সহ অন্যান্য অবৈধ পণ্য কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে নেদারল্যান্ডস থেকে অন্তত ১৫০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আইনশৃঙ্খলা বাহিনী ইউরোপোল ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে এই অভিযান।
গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ও ক্রিপটোকারেন্সির ২৬ দশমিক ৭ মিলিয়ন ইউরো (৩১ মিলিয়ন ডলার), ২৩৪ কেজি মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম ক্রো-এনআরসিভি।
ইউরোপোলের উপ নির্বাহী কর্মকর্তা জিন ফিলিপ লিকৌফ ক্রো-এনআরসিভিকে বলেন, ‘এই অভিযানের মাধ্যমে প্রমাণিত হলো- অপরাধীরা যেখানেই লুকিয়ে থাকুক, ব্যবসার জন্য যে কোনো গোপন সাইট ব্যবহার করুক, আমরা তাদের কাছে পৌঁছাতে পারি এবং আইনের আওতায় তাদের নিয়ে আসতে পারি।’
নেদারল্যান্ডসের সংবাদমধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে ৬৫ জন মার্কিন, ৪৭ জন জার্মান ও ২৪ জন ব্রিটিশ নাগরিক আছেন। এছাড়া নেদারল্যান্ডস, ফ্রান্স, সুইজারল্যান্ড ও বুলগেরীয় নাগরিকও আছেন কয়েক জন।
অভিযানে তাদেরকেই গ্রেফতার করা হয়েছে, যারা বিভিন্ন ডার্কনেট সাইটে অবৈধ পণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত। এসব সাইট যারা পরিচালনা করেন তাদের কেউ গ্রেফতারকৃতদের মধ্যে নেই।
ডার্কনেটের সাইটগুলোর সন্ধান ইন্টারনেটের সাধারণ সার্চ ইঞ্জিনে পাওয়া যায় না। এ কারণে বিশ্বজুড়ে অপরাধী, অস্ত্র-মাদক-মানব চোরাচালানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এসব সাইটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
ডার্কনেটের বেশিরভাগ সাইটই ই-কমার্সভিত্তিক সাইট। চলতি বছর জানুয়ারি মাসে প্রথমবারের মতো ইউরোপের ডার্কনেটভিত্তিক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ইউরোপোল। জার্মানির ওই অনলাইন সাইটটি অপরাধীদের কাছে পরিচিত ছিল ‘ডার্ক মার্কেট’। মূলত মাদক কেনাবেচা করার জন্য ওই সাইটটি ব্যবহার করা হতো।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ