কৃষকদের দিল্লি মিছিলে কাঁদানে গ্যাস-লাঠিচার্জ

মোদি সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে কয়েক মাস ধরে বিক্ষোভরত কৃষকদের দিল্লিযাত্রা ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া ছাড়াও লাঠিচার্জ করেছে পুলিশ।
ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ-প্যারেডের পর সরকার মিছিলের অনুমতি দিলেও মঙ্গলবার সকাল থেকে পুলিশের বাধা উপক্ষো করে কৃষকরা দিল্লি প্রবেশ করতে শুরু করে।
কৃষকদের বিক্ষোভের কথা ভেবে প্রচুর পুলিশ মোতায়েন করা হলেও হাজার হাজার কৃষক পুলিশের বাঁধা উপেক্ষা করে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে হাজির হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালে দিল্লি ও হরিয়ানাকে বিভক্তকারী সিংঘু সীমানা এবং দিল্লির পশ্চিম অংশে টিকরি সীমানায় বিক্ষুব্ধ কৃষকদের ওপর পুলিশ চড়াও হলে নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়। তবে তাতেও পিছু হটেনি বিক্ষোভরত কৃষকরা।

পুলিশ বাধা দেওয়ায় অনেকে হেঁটে হেঁটে দিল্লি অভিমুখে যাত্রা শুরু করলেও অনেকে জোর করে ট্রাক্টর নিয়ে দিল্লি প্রবেশ করেন। কৃষকরায় সংখ্যায় অনেক বেশি হওয়ায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ‘কিষাণ প্যারেড’ নামে ট্রাক্টর মিছিলের ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। এই মিছিল দুপুর ১২টার পর শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টার মধ্যেই হাজার হাজার কৃষক সীমানায় জড়ো হন।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, রাজধানী সীমানা লাগোয় পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ ও হরিয়ানার কৃষকদের এবারের দিল্লি যাত্রায় তাদের সঙ্গে দুই লক্ষাধিক ট্রাক্টর থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কৃষক নেতারা।
আন্দোলনে অংশ নেওয়া কৃষকদের একটি সংগঠন ‘সংযুক্ত কিষাণ মোর্চা’র দাবি, দিল্লি পুলিশ প্রজাতন্ত্র দিবসে ৫০০০ ট্রাক্টর নিয়ে মিছিল করার জন্য অনুমতি দিলেও নিশ্চিতভাবেই এই সংখ্যাটা দুই লাখ ছাড়িয়ে যাবে।
— Kisan Ekta Morcha (@Kisanektamorcha) January 25, 2021
মোদি সরকারের তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত দুই মাসের বেশি সময় ধরে দিল্লি ঘিরে লাখ লাখ কৃষক বিক্ষোভ করছেন।সরকারের সঙ্গে একাধিক আলোচনা ভেস্তে গেছে। কৃষক সংগঠনগুলোর দাবি, আইন বাতিল করতে হবে। সরকার চায় সংশোধনী।
গত শুক্রবার সরকারের সঙ্গে কৃষক নেতাদের একাদশ বৈঠক ব্যর্থ হওয়ার পর ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে পূর্ব-নির্ধারিত ট্রাক্টর মিছিলের আয়োজন শুরু করেন কৃষক নেতারা।
এসএ