ট্রাম্প জনগণের ইচ্ছাকে অসম্মান করেছেন: বাইডেন

নভেম্বরের নির্বাচনের পর প্রথমবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবিধানিক নিয়মে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই তিনি বলেছেন, রিপাবলিকান মিত্ররা ফলাফল না মেনে সংবিধান এবং ‘জনগণের ইচ্ছা’কে উপেক্ষা করেছেন।
সোমবার ইলেকটোরাল কলেজের ভোটে আনুষ্ঠানিকভাবে বাইডেনের বিজয় নিশ্চিত হয়েছে
সোমবার ইলেকটোরাল কলেজ আনুষ্ঠানিকভাবে তার বিজয় নিশ্চিত হওয়ার পর এক বক্তব্যে বাইডেন বলেন, এর আগে আমরা এমন চরমপন্থা দেখিনি। তারা জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে অস্বীকার করেছিল, প্রত্যাখ্যান করেছিল আইনের শাসনকে এবং তারা আমাদের সংবিধানকেও উপেক্ষা করেছিল।
বাইডেন তার বক্তব্যে রিপাবলিকানদের করা বেশ কয়েকটি মামলার কথা উল্লেখ করেন। যেসব মামলার মাধ্যমে রিপাবলিকানরা তার জয় ছিনিয়ে নিতে চেয়েছিল বলে দাবি করেন তিনি। যদিও এসব মামলা গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়।
দেশে অনেক আগে গণতন্ত্রের যে আলো জ্বালানো হয়েছিল, আমরা বিশ্বাস করি কোন ধরনের মহামারি বা ক্ষমতাসীনদের হুমকি তা নেভাতে পারবে না
জো বাইডেন
মহামারির শঙ্কা উপেক্ষা করে রেকর্ডসংখ্যক মানুষ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ায় মার্কিন ভোটারদের প্রশংসার পাশাপাশি নির্বাচন পরিচালনাকারীদের রাজনৈতিক চাপ, মৌখিক অত্যাচার এমনকি শারীরিক নির্যাতনের হুমকি সত্ত্বেও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য অভিনন্দন জানান তিনি।
এ সময় বাইডেন বলেন, এ দেশে অনেক আগে গণতন্ত্রের যে আলো জ্বালানো হয়েছিল, আমরা বিশ্বাস করি কোন ধরনের মহামারি বা ক্ষমতাসীনদের হুমকি তা নেভাতে পারবে না।
ট্রাম্প নির্বাচনের ফলাফল নিয়ে আদালতের যাওয়ার পূর্ণ সুবিধা পেলেও একটি মামলাতেও তিনি ফলাফল কারচুপির কোন প্রমাণ বা কারণ উপস্থাপন করতে পারেননি
নির্বাচনী কর্মকর্তাদের ওপর ‘অযৌক্তিক’ হয়রানির কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, আমার আন্তরিক আশা, এই নির্বাচনের মতো আর কাউকে এ ধরনের হুমকি ও নির্যাতনের শিকার হতে দেখতে চাই না।
পল পাল্টানোর প্রচেষ্টার কথা তুলে বাইডেন বলেন, ট্রাম্প নির্বাচনের ফলাফল নিয়ে আদালতের যাওয়ার পূর্ণ সুবিধা পেলেও একটি মামলাতেও তিনি ফলাফল কারচুপির কোন প্রমাণ বা কারণ উপস্থাপন করতে পারেননি।
এখনই সময় নতুন করে শুরু করার। আমি বিশ্বাস করি সবাই মিলে জাতির জন্য ভাল কিছু করতে পারব। এবার পৃষ্ঠা ওল্টানোর পালা
জো বাইডেন
প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপি নিয়ে ট্রাম্পের ভিত্তিহীন দাবি ও গণ প্রতারণার পক্ষে রিপাবলিকানদের অবস্থানের ব্যাপক সমালোচনা করে বাইডেন বলেন, গত সপ্তাহে সর্বোচ্চ আদালত ‘স্পষ্ট নির্দেশনা দিয়েছে’।
সোমবার ইলেকটোরাল কলেজ ভোটে বিজয় নিশ্চিত হওয়ার পর বাইডেন বলেন, এখনই সময় নতুন করে শুরু করার। আমি বিশ্বাস করি সবাই মিলে জাতির জন্য ভাল কিছু করতে পারব। এবার পৃষ্ঠা ওল্টানোর পালা।
ওএফ/এএস