নব্য নাৎসিবাদ দমনে জোট গঠনের আহ্বান

ক্রমবর্ধমান নব্য নাৎসিবাদ ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের বিস্তার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপ হিসেবে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মহামারির কারণে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা ইহুদি-বিদ্বেষ, ঘৃণাসূচক বক্তব্য ও অন্য দেশের বাসিন্দাদের সম্পর্কে বিদ্বেষমূলক আচরণের মতো বিষয়গুলো নিয়ে বিশ্বকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
একইসঙ্গে উদ্দেশ্যমূলক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার আজিৎস-বারকেনা কনসেন্ট্রেশন ক্যাম্পের ৭৬তম বার্ষিকী উপলক্ষে পার্ক ইস্ট সিনাগগ এবং ইউএন ইন্টারন্যাশনাল হলোকাস্ট সার্ভিসের এবারের ভার্চুয়াল আয়োজনে অ্যান্তোনিও গুতেরেস এমন আহ্বান জানান।
একইসঙ্গে উদ্দেশ্যমূলক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের নৃশংসতা নিয়ে শিক্ষা বেগবান করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ তরুণ এখনও এটা জানে না যে, হলোকাস্টের সময় ৬০ লাখ ইহুদিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।
অ্যান্তোনিও গুতেরেস
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী জাতিসংঘ মহাসচিব এ সময় আরও বলেন, যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ তরুণ এখনও এটা জানে না যে, হলোকাস্টের সময় ৬০ লাখ ইহুদিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।
মহামারি ‘দীর্ঘকালীন অবিচার ও বিভেদকে আরও বাড়িয়ে তুলেছে’ বলেও এ সময় সতর্ক করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, অজানা কিছু দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভেতর নব্য নাৎসিবাদীদের অনুপ্রবেশ ঘটেছে।
অ্যান্তোনিও গুতেরেস বলেন, দুঃখের বিষয় হলেও নব্য নাৎসিবাদ ও তাদের মতবাদ এখন আরও জোরালো হচ্ছে। ইউরোপ-আমেরিকায় সংগঠিত হচ্ছে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা। বিভিন্ন দেশে তাদের নিয়োগের কাজ চলছে।
দেশে ও বিশ্বে নব্য নাৎসিবাদের বিস্তারের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে জানিয়ে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, অজানা কিছু দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভেতর নব্য নাৎসিবাদীদের অনুপ্রবেশ ঘটেছে।
তিনি বলেন, ‘আমরা এখন যে হুমকির মুখোমুখি তা প্রতিরোধ করতে হলে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ হিসেবে নব্য নাৎসিবাদ ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের বৃদ্ধি ও প্রসারের বিরুদ্ধে একটি জোট গড়ে তুলতে হবে আমাদের।’
এএস