করোনা পরিস্থিতি আরও খারাপ হবে: বিল গেটস

মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি আগামী চার থেকে থেকে ছয় মাসে আরও বিপজ্জনক ও খারাপ হতে পারে বলে সতর্ক করলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। খবর সিএনএন অনলাইনের।
যুক্তরাষ্ট্রে আরও দুই লাখের বেশি লোক করোনায় মারা যেতে পারেন। তাই আমরা যদি করোনাবিধিগুলো মেনে চলি— তা মাস্ক পরাই হোক কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখা— তাহলে মৃত্যুর হারটা অনেকটাই কমে যাবে
কোভিড-১৯ টিকা সবার কাছে পৌঁছানো ছাড়াও বিশ্বব্যাপী নানা দাতব্য কাজের সঙ্গে যুক্ত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি বিল গেটস মহামারি পরিস্থিতি নিয়ে রোববার সিএনএন’কে বলেন, ‘খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আগামী চার থেকে ছয় মাস করোনা মহামারি আরও ভয়ানক আকার ধারণ করবে’।
তিনি আরও বলেন, ‘ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশন’র (আইএইচএমই) দাবি, (যুক্তরাষ্ট্রে) আরও দুই লাখের বেশি লোক করোনায় মারা যেতে পারেন। তাই আমরা যদি করোনাবিধিগুলো মেনে চলি— তা মাস্ক পরাই হোক কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখা— তাহলে মৃত্যুর হারটা অনেকটাই কমে যাবে’।
২০১৫ সালেই বলেছিলাম, একটা মহামারির মুখোমুখি হতে চলেছে বিশ্ব। কিন্তু যে ধারণা করা হয়েছিল, তার তুলানায় করোনা অনেক বেশি মারাত্মক আকার ধারণ করেছে
বিল গেটস
যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি, যুক্তরাষ্ট্র যে দ্রুত এই মহামারি পরিস্থিতি সামলে উঠবে সে বিষয়ে আশাও প্রকাশ করেছেন বিল গেটস। প্রসঙ্গত, ইতোমধ্যেই দেশটিতে করোনায় তিন লাখের বেশি প্রাণহানি হয়েছে। এ ছাড়া আক্রান্তের সংখ্যাটা এক কোটি ৬২ লাখ ৫৩ হাজারের বেশি।
বিল গেটস সিএনএন’কে আরও বলেন, ‘২০১৫ সালেই বলেছিলাম, একটা মহামারির মুখোমুখি হতে চলেছে বিশ্ব। কিন্তু যে ধারণা করা হয়েছিল, তার তুলানায় করোনা অনেক বেশি মারাত্মক আকার ধারণ করেছে’।
জনজীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলা মহামারি করোনাভাইরাস বিশ্ব অর্থনীতিকেও নড়বড়ে করে দিয়েছে বলে এ সময় মন্তব্য করেন বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে থাকা এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা।
সূত্র: সিএনএন, আনন্দবাজার পত্রিকা
ওএফ/এএস