আরও ২০ কোটি ডোজ টিকা কেনার ঘোষণা বাইডেনের

করোনা টিকাদান কার্যক্রম বিস্তৃত করতে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার কাছ থেকে আরও ২০ কোটি ডোজ টিকা কেনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে চলমান টিকাদান কর্মসূচি আরও বেগবান করার কথাও বলেছেন তিনি। মঙ্গলবার (২৬ জানুয়ারি) হোয়াইট হাউসে তিনি একথা বলেন।
বাইডেন বলেন, আগে যত মানুষকে টিকা দেওয়া হবে বলে পরিকল্পনা করা হয়েছিল, এখন তার থেকেও বেশি মানুষকে টিকার আওতায় আনতে হবে। চলমান মহামারি আরও খারাপ অবস্থায় যেতে পারে।
সপ্তাহখানেক আগে দায়িত্ব নেওয়া নতুন এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বেশিরভাগ আমেরিকানকে টিকার আওতায় আনতে হলে কয়েক মাস সময় লাগবে।’
এর আগে করেনা সংক্রমণ রোধে নাগরিকদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। জন্স হপকিন্স ইউনিভার্সিটির থ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত আড়াই কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে চার লাখ ২৪ হাজারের বেশি মানুষ।
ক্ষমতা থেকে বিদায় নেওয়া ট্রাম্প প্রশাসনের করোনা মোকাবিলার পদ্ধতি এর আগে সমালোচনা করেছিল বাইডেন প্রশাসন। তবে টিকাদান কর্মসূচি অন্তত শুরু করতে পারায় মঙ্গলবারের ভাষণে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন বাইডেন। কিন্তু সেই কর্মসূচি সঠিকভাবে চালিয়ে নিতে না পারায় ট্রাম্পের সমালোচনাও করেন তিনি। বাইডেন বলেন, ট্রাম্পের টিকাদান কর্মসূচি অনুমান বা প্রত্যাশার চেয়েও খারাপ ছিল। এটা গোপন কোনো বিষয় নয়।

অবশ্য যুক্তরাষ্ট্রের হাতে এখন কী পরিমাণ টিকা আছে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি বাইডেন প্রশাসনের কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, হাতে এখন কী পরিমাণ ভ্যাকসিন আছে সেটা স্পষ্ট জানা না থাকলে কোনো কোনো অঙ্গরাজ্যে টিকাদান কর্মসূচি বিলম্বিত হতে পারে। এর আগে দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার অঙ্গীকার করেছিলেন বাইডেন।
এর আগে বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, মহামারিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা আগামী মাসে ৫ লাখে পৌঁছাতে পারে। আর তাই মহামারি নিয়ন্ত্রণে এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন। তিনি বলেছিলেন, ‘আমরা জাতীয় জরুরি অবস্থায় আছি। তাই বর্তমান পরিস্থিতিকে আমাদের সেভাবেই ভাবতে হবে।’

গত সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর করোনা শনাক্তকরণ পরীক্ষা ও টিকাদান আরও জোরদার করা, নাগরিকদের মাস্ক পরতে আদেশ দেওয়াসহ করোনা মহামারি প্রতিরোধে বাইডেন বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এমনকি সামনের দিনগুলোতে মৃত্যুর সংখ্যা আরও খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এখন পর্যন্ত দেশজুড়ে ৪৪ দশমিক ৩ মিলিয়ন ডোজ করোনা টিকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত ২৩ দশমিক ৫ মিলিয়নেরও বেশি অমেরিকানকে টিকা দেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা
টিএম