স্ত্রী পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার পর ১৮ নারীকে হত্যা

সংসার করার জন্য করেছিলেন বিয়ে। কিন্তু অন্য এক পুরুষের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় তা আর করা হয়নি। আর এরপর থেকেই একে একে ১৮ নারীকে হত্যা করে এক ব্যক্তি। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এমনই এক সিরিয়াল কিলারকে আটক করা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হায়দরাবাদে।
মঙ্গলবার হায়দরাবাদের সিটি পুলিশ টাস্কফোর্স ও রাচাকোন্দা কমিশনারেটের পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। এরপরই সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই নারীর মৃত্যুর রহস্য উদঘাটন করা হয়। হত্যাকাণ্ড ঘটানো ছাড়াও ৪৫ বছর বয়সী ওই সিরিয়াল কিলারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, আটককৃত ওই ব্যক্তি পেশায় একজন পাথর শ্রমিক। এর আগেও সে ২১ বার আটক হয়েছিল। এর মধ্যে ১৬ বার হত্যা মামলায়, চার বার সম্পত্তি সংক্রান্ত মামলায় এবং পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে এক বার তাকে আটক করা হয়।
পুলিশ বলছে, আটককৃত ওই ব্যক্তি ২১ বছর বয়সে বিয়ে করেছিলেন। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তার স্ত্রী অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যায়। এরপর থেকে নারীদের ব্যাপারে হিংসাত্মক হয়ে ওঠে সে।

পুলিশ আরও জানায়, ২০০৩ সালে প্রথম অপরাধমূলক কাজে জড়ায় সে। স্বামী নেই বা একা থাকেন এমন নারীদেরই টার্গেট করতো সে। পরে টাকার বিনিময়ে ওইসব নারীদের সঙ্গে যৌন কাজে লিপ্ত হতো। একপর্যায়ে মদ বা নেশাদ্রব্য খাইয়ে হত্যা করার পর ভুক্তভোগীর মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেত ওই ব্যক্তি।
সূত্র: এনডিটিভি
টিএম