বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস নেতার বাড়িতে হামলা-আগুন

ভারতীয় কংগ্রেসের নেতা সালমান খুরশিদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উত্তরাখণ্ডের নৈনিতালে সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ির বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে তার বাড়িটি দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে অযোধ্যা নিয়ে তার নতুন বই। আর সেই বইতে হিন্দুত্ব ও উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে এক সঙ্গে দাঁড় করিয়েছেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর জেরেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলা প্রসঙ্গে খুরশিদের মন্তব্য, ‘আঘাত আমাকে নয়, বরং হিন্দু ধর্মকে আঘাত করা হয়েছে।’
সালমান খুরশিদের নতুন বইয়ের নাম ‘সানরাইজ ওভার অযোধ্যা : নেশনহুড ইন আওয়ার টাইম।’ রোববার (১৪ নভেম্বর) বইটি প্রকাশের পর থেকেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তার বই ও তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিতর্কের কেন্দ্রবিন্দু হলো একটি অনুচ্ছেদ। যেখানে তিনি লিখেছেন, এ দেশের সাধুসন্তরা যে সনাতন হিন্দুধর্মে আস্থা রাখতেন, তাকে এক পেশিবহুল হিন্দুত্ব ঠেলে সরিয়ে দিচ্ছে, যা সব মাপকাঠিতেই আইএসআইএস ও বোকো হারামের চরমপন্থি ইসলামের রাজনৈতিক সমতুল্য।
— Salman Khurshid (@salman7khurshid) November 15, 2021
এ নিয়ে বিতর্কের মধ্যেই সোমবার খুরশিদের নৈনিতালের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। ঘটনার পর কুমায়ুনের ডিজিআই নীলেশ আনন্দ জানান, হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অন্তত ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জড়িত সবার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাড়িতে হামলার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন কংগ্রেস নেতা সালমান খুরশিদ। ফেসবুকে হামলার ভিডিওসহ একটি পোস্ট দেন তিনি। লেখেন, ‘আমার মনে হয় এ বন্ধুরা আজ নিজেরাই প্রমাণ দিয়ে গেলেন, আমি উগ্র হিন্দুত্ব নিয়ে কিছু ভুল বলেছিলাম কি?’
খুরশিদের ভিডিওতে দেখা যাচ্ছে দাউদাউ করে আগুন জ্বলছে তার বাড়িতে। দু’জন সেই আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করছেন। দেখা যাচ্ছে ভাঙচুর চালানো হয়েছে দরজা ও জানলাতেও।
সালমান খুরশিদের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর। তার কথায়, ‘লজ্জাজনক ঘটনা। সালমান খুরশিদ এমন একজন নেতা যিনি গোটা পৃথিবীতে ভারতের মুখকে উজ্জ্বল করেছেন।’
সূত্র: সংবাদ প্রতিদিন
এসএসএইচ