টিকার দ্বিতীয় ডোজ নিলেন কমলা

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে (এনআইএইচ) করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সব আমেরিকানকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
জনমানুষে টিকা নিয়ে সন্দেহ দূর করতে প্রথম বারের মতো কমলা হ্যারিসের দ্বিতীয় ডোজ নেওয়ার দৃশ্যটিও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। গত ২৯ ডিসেম্বর টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।
টিকা নেওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘যখন আপনার সময় আসবে তখন আপনাদের সাবাইকে আমি করোনার টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এটা আপনার জীবন রক্ষা করবে।’
গত ডিসেম্বরে দুটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু এরপর টিকা দেওয়ার ক্ষেত্রে ধীরগতি দেখা দেয়। অবশ্য এখন তা বেড়েছে। গত সপ্তাহেই দশ লাখের বেশি আমেরিকানকে টিকা দেওয়া হয়েছে।
বাইডেন ক্ষমতা গ্রহণের আগে এবং গতকাল মঙ্গলবারও বলেছেন, তিনি ক্ষমতা নেওয়ার প্রথম একশো দিনে একশো মিলিয়ন অর্থাৎ দশ টিকার ডোজ মানুষকে দিতে চান। এ জন্য টিকা ক্রয়ের পরিমাণও বাড়ানো হচ্ছে।
হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন প্রশাসন আরও ২০০ মিলিয়ন ডোজ কেনা নিয়ে কাজ করছে। এতে গ্রীষ্মের মধ্যে মোট কেনা টিকার পরিমাণ দাঁড়াবে ৬০০ মিলিয়ন ডোজ; যা দিয়ে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া যাবে।
এএস