শ্রীলঙ্কায় ফেরিডুবি, নিহত ৬ নিখোঁজ ১০

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় একটি উপহ্রদে ফেরি ডুবে কমপক্ষে ৬ জন নিহত ও আরও প্রায় ১০ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলের কিন্নিয়া শহরের উপহ্রদে ফেরি ডুবির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
কিন্নিয়া পুলিশের মুখপাত্র নিহাল থালডুওয়া বলেছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে কিন্নিয়া শহরের উপহ্রদের এক পাশ থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের অপর পাড়ের একটি স্কুলে নিয়ে যাচ্ছিল। উপহ্রদ পারাপারের সময় এই ফেরি ডুবির ঘটনা ঘটেছে।
তবে স্থানীয় গ্রামবাসী, পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা ফেরির ২০ আরোহীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এই আরোহীদের অর্ধেকই শিশু। পরে তাদেরকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়।
চারজন স্কুল শিশুসহ ছয়জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন থালডুওয়া। ফেরিটি ৩৫ জনের মতো আরোহীকে বহন করছিল।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ফেরিটি ডুবে যাওয়ার কারণ এখনও সনাক্ত করা যায়নি।
নিখোঁজ লোকজনের সন্ধানে ডুবুরিসহ নৌবাহিনীর আটটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে তল্লাশি অভিযান আজকের মতো বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসএস