ওবামার সহকারীকে ইরানবিষয়ক দূত বানাচ্ছেন বাইডেন

ট্রাম্পের শাসনামলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সৃষ্ট উত্তেজনা কমাতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এক সহকারীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিচ্ছে বাইডেন প্রশাসন। ওবামার ওই সহকারীর নাম রবার্ট ম্যালে। তিনি বারাক ওবামার পররাষ্ট্র নীতিবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন। দুটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ কথা জানায় বার্তাসংস্থা রয়টার্স।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যেই ইরানবিষয়ক বিশেষ দূত হিসেবে রবার্ট ম্যালের নাম ঘোষণা করবেন প্রেসিডেন্ট বাইডেন।

অবশ্য ইরান ইস্যুতে মার্কিন দূত হিসেবে রবার্ট ম্যালের নাম গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গেই কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ও ইসরায়েলপন্থী কিছু গ্রুপ সমালোচনায় মেতে ওঠেন। তাদের আশঙ্কা- রবার্ট ম্যালে ইরানের সঙ্গে নরম ও ইসরায়েলের সঙ্গে কঠোর আচরণ করতে পারেন। এমনকি ম্যালের নিয়োগ নিয়ে তারা উদ্বেগও প্রকাশ করেন। কিন্তু রবার্ট ম্যালের নিয়োগের পক্ষেই কথা বলেছেন কয়েকজন অভিজ্ঞ পররাষ্ট্র নীতিবিষয়ক বিশেষজ্ঞ।
এটা মোটামুটি নিশ্চিত যে- বাইডেনের পররাষ্ট্র নীতির সবচেয়ে কঠিন বিষয়টিই সামলাতে হবে ম্যালেকে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে তেহরানের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকার পর দেশটির সঙ্গে ওয়াশিংটনের পরমাণু চুক্তি তাকে নিশ্চিত করতে হবে।

২০১৫ সালে ইরান ও ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি স্বাক্ষরের পিছনে প্রধান ব্যক্তি ছিলেন রবার্ট ম্যালে। ২০১৮ সালে একক সিদ্ধান্তে ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন।
এছাড়া মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় এলাকায় মার্কিন পররাষ্ট্র নীতি নির্ধারণ ও পরিচালনায় বারাক ওবামা এবং বিল ক্লিনটনের প্রশাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রবার্ট।
সূত্র: আলজাজিরা ও রয়টার্স
টিএম