রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুনে ৪ মৃত্যু

ইউরোপের দেশ রোমানিয়ার রাজধানী শহর বুখারেস্টের তিন মাসের মধ্যে দ্বিতীয়বার এক কোভিড-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে।
কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে ওই হাসপাতালে আগুন লাগে। উদ্ধারকর্মীরা ১০২ জনকে উদ্ধার করতে পারলেও চার জনকে প্রাণে বাঁচানো যায়নি।
শুক্রবার বুখারেস্টের মাতেই বালস হাসপাতালে আগুন লাগার পর চারটি কক্ষে সেই আগুন ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। কীভাবে আগুন লাগলো তা জানতে অনুসন্ধান শুরু হয়েছে।
হাসপাতালের যে ভবনের আগুন লাগে, সেটি ১৯৫৩ সালে নির্মিত। তবে এর আগে ওই ভবনের সংস্কার করা হয়েছিল বলে রয়টার্সকে জানিয়েছেন ভবনটির ব্যবস্থাপক।

রোমানিয়ার অন্যতম বৃহৎ একটি হাসপাতাল হল মাতেই বালস। হাসপাতালটি দেশটির সবচেয়ে বেশি করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার কাজে নিয়োজিত বলেও জানিয়েছে রয়টার্স।
ওই ব্যবস্থাপক জানিয়েছেন, হাসপাতাল থেকে উদ্ধার করা রোগীদের সবাই মাঝারি কিংবা গুরুতর আক্রান্ত কোভিড রোগী। যাদের অধিকাংশকেই হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের পর উদ্ধার ৪৪ জন রোগীকে রাজধানী বুখারেস্টের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি রোগীদেরকে স্থানান্তরিত করা হয়েছে মাতেই বালস হাসপাতালের অন্যান্য ভবনগুলোতে।
রোমানিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রায়েদ আরাফাত বলেন, ‘হাসপাতালে অগ্নিকাণ্ড নিয়ে আমরা এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি তাতে হাসপাতাল থেকে উদ্ধার রোগীদের কেউই অগ্নিদগ্ধ হননি বলে জানা যাচ্ছে।’
রোমানিয়ার হাসপাতালগুলোতে ৭ হাজার ৭০০ জনের বেশি রোগী ভর্তি আছে। যাদের ৯৮৯ জন আইসিইউতে। দেশটিতে মোট আক্রান্ত সাত লাখ ২১ হাজার ৫১৩ জন রোগীর ১৮ হাজার ১০৫ জন মারা গেছেন।
এর আগে গত নভেম্বরে দেশটির পিয়াত্রা নামট কাউন্টির একটি কোভিড হাসপাতালের আইসিইউতে আগুন লেগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হন।
এএস