চীনা টিকায় ৭০ শতাংশ হংকংবাসীর আস্থা নেই

চীনের সিনোভ্যাকের তৈরি টিকা পেতে এক সময় তাড়াহুড়ো করেছিল হংকং সরকার। কিন্তু এখন চায় কিছুটা দেরিতে। এদিকে নতুন এক সমীক্ষা বলছে, হংকংয়ের অধিকাংশ মানুষের চিনা টিকায় কোন আস্থা নেই।
কোভিড-১৯ এর জন্য উদ্ভাবিত কোন টিকায় আস্থা বেশি; হংকংয়ের এক হাজার মানুষের কাছে এমনটা জানতে চেয়েছিল হংকং বিশ্ববিদ্যালয়। জবাবে মাত্র ২৯ শতাংশ মানুষ বলেছেন চীনের সিনোভ্যাকের তৈরি টিকার কথা।
সমীক্ষায় ৫৬ শতাংশ মানুষ বলেছেন, টিকা নিলে জার্মানির বায়োএনটেকের তৈরি টিকাই নিতে চান তারা। আর ৩৫ শতাংশ জানিয়েছেন, তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা তৈরি করোনা টিকা নিতে চান।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলছে, হংকংবাসীর মধ্যে যে জার্মানি ও যুক্তরাজ্যের টিকার প্রতি আকর্ষণ বা আস্থা প্রবল এই সমীক্ষায় তা খুবই স্পষ্ট।
অবশ্য হংকংয়ের বেশিরভাগ মানুষ টিকা চান না। চীনের নিয়ন্ত্রণাধীন আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটির মাত্র ৪৬ শতাংশ মানুষ মনে করেন, যত তাড়াতাড়ি সম্ভব মহামারি করোনার টিকা নেওয়া জরুরি।
টিকার ট্রায়ালের ফল আসার পর সিনোভ্যাকের তৈরি ৭৫ লাখ ডোজ অর্ডার দিয়েছিল হংকং সরকার। চলতি জানুয়ারিতেই তা চীন থেকে তা পাওয়ার কথা। এখনো না আসার মূল কারণ হংকংয়ের সতর্কতা অবলম্বন।
সিনোভ্যাকের টিকার কার্যকারিতা সম্পর্কে আরও নিশ্চিত হয়ে তারপর টিকা আনতে চাচ্ছে সরকার। উল্লেখ্য, এখন পর্যন্ত দুই কোটি ২৫ লাখ ডোজ করোনা টিকা পাওয়া নিশ্চিত করেছে হংকং সরকার।
সিনোভ্যাক, বায়োএনটেক এবং অ্যাস্ট্রাজেনেকা মিলিয়েই দুই কোটি ২৫ লাখ। এর মধ্যে ফেব্রুয়ারির শুরুতে বায়োএনটেকের টিকার চালান পাওয়ার কথা।
এসএ