কলকাতার দুর্গাপূজা পেল ‘হেরিটেজ’ স্বীকৃতি

কলকাতার দুর্গাপূজাকে ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। বুধবার (১৫ ডিসেম্বর) সংস্থাটির সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে।
সাধারণত সেপ্টেম্বর এবং অক্টোবরে চার দিনের উৎসবে মেতে ওঠেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ। তবে বর্তমানে দুর্গাপূজায় কার্যত দিনের সংখ্যা বেড়েছে। এখন মহালয়াতেই দেবী দুর্গার আরাধনা শুরু হয়ে যায়। মানুষ দ্বিতীয়া কিংবা তৃতীয়া থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। সাধারণভাবে দশমীতে পূজা শেষ হয়। করোনার সময় বাদ দিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে কলকাতায় দুর্গাপূজার কার্নিভাল করে এ পূজাকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরার ব্যবস্থাও করা হয়েছে।
ইউনেস্কোর বিবৃতিতে বলা হয়েছে, দুর্গাপূজা ধর্ম ও শিল্পের সর্বজনীন উদাহরণ, যা শিল্পীদের একটি সমৃদ্ধির ক্ষেত্রও বটে। শহুরে এলাকায় এ উৎসব বড় আকারে হয়ে থাকে। মণ্ডপের মাধ্যমেই পূজা চিহ্নিত হয়ে যায়। পূজায় বাজানো হয় ঢোল। অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অর্থাৎ বিভাজন উপেক্ষা করে দর্শকরা ভিড় করেন মণ্ডপগুলোতে।
ইউনেস্কোর ওয়েবসাইটে বলা হয়েছে, এ উৎসব কারও ঘরে আসাকেও বোঝায় কিংবা মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনও বোঝায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে দুর্গাপূজায় স্বীকৃতি দাবি করেছিলেন। অন্যদিকে ২০১৯-এ তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ নির্বাচনী প্রচারে বলেছিলেন, প্রধানমন্ত্রী উৎসবকে মর্যাদা দিতে চেষ্টা করছেন। চলতি বছরের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয় সংস্কৃতি মন্ত্রণালয়ে। যেখান থেকে রাজ্যের প্রস্তাবে সমর্থন করে রাখা হয় ইউনেস্কোর সামনে।
ইউনেস্কো প্রতিবছরই বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিল্পকলাকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করে। সেরকমই হয়েছে বুধবার। প্যারিসে ইউনেস্কোর কমিটির বৈঠকে কলকাতার দুর্গাপূজাকে ঐতিহ্যের মর্যাদার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১০ সালে ছৌ, কালবেলিয়া এবং মুদিয়েত্তুকে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। ২০১৩ সালে মনিপুরের সংকীর্তনকে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ২০১৪ সালে পাঞ্জাবের পিতল ও তামার কারুকাজকে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। ২০১৬ সালে ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছিল যোগা। ২০১৭ সালে কুম্ভ মেলা এ তালিকায় যুক্ত হয়।
এসএসএইচ