ভারতের পরবর্তী প্রতিরক্ষা প্রধান জেনারেল নারাভানে?

ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে দেশটির চিফ অব স্টাফ কমিটির (সিওএসসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১৫ ডিসেম্বর) দেশটির তিন বাহিনীর প্রধানের সমন্বয়ে গঠিত এই কমিটির প্রধানের দায়িত্ব নেন তিনি।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি। সিওএসসি’র প্রধান হিসেবে দায়িত্ব তুলে দেওয়ার পরের ধাপেই তাকে পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বা প্রতিরক্ষা প্রধান হিসেবে নির্বাচন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। এরপর থেকেই তার ওই পদটি ফাঁকা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সিওএসসি চেয়ারম্যান হিসেবে বুধবারই দায়িত্ব গ্রহণ করেছেন সেনাপ্রধান জেনারেল নারাভানে। ধারণা করা হচ্ছে, এর পরের ধাপেই তাকে সিডিএস বা প্রতিরক্ষা প্রধান হিসেবে নির্বাচন করা হবে। জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী প্রধানদের নিয়ে গঠিত সিওএসসি চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে পিটিআই বলছে, জেনারেল নারাভানেকে সিওএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার মূল কারণ হচ্ছে সশস্ত্রবাহিনীর তিনজন প্রধানের মধ্যে তিনিই সবচেয়ে সিনিয়র।
অন্যদিকে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী গত ৩০ সেপ্টেম্বর এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার গত ৩০ নভেম্বর তাদের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
উল্লেখ্য, জেনারেল বিপিন রাওয়াত ২০২০ সালের জানুয়ারিতে ভারতের প্রথম সিডিএস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে ২০১৯ সালে স্বাধীনতা দিবসের ভাষণে সিডিএস নিয়োগের ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। ভারতের প্রতিরক্ষা প্রধান বা সিডিএস মূলত পদমর্যাদায় তিন সশস্ত্র বাহিনীর প্রধানের ওপরে থাকেন।
টিএম