জার্মানিতে করোনার টিকা প্রয়োগ শুরু ২৭ ডিসেম্বর

জার্মানিতে আগামী ২৭ ডিসেম্বর (রোববার) থেকে ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ রোগের টিকা দেওয়া শুরু হবে। পরিচর্যা কেন্দ্রে থাকা বয়স্ক নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে বলে জানিয়েছে বার্লিন শহর কর্তৃপক্ষ।
দেশটিতে হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (১৬ ডিসেম্বর) এ ঘোষণা দেওয়া হয়।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়ায় টিকাদান কার্যক্রম শুরুর আগে জার্মানিকে অবশ্যই ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) অনুমোদন পেতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইএমএ ২৩ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিতে পারে।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পানের সঙ্গে দেশটির ১৬টি অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর বার্লিন শহর কর্তৃপক্ষ ঘোষণা দেয়, রাজ্যগুলোতে আগামী ২৭ ডিসেম্বর থেকে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে।
এদিকে জার্মানিতে আংশিকভাবে তৈরি হওয়া করোনার ভ্যাকসিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দেওয়া শুরু হলেও ইউরোপে এখনো অনুমতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশটির সংক্রামক রোগ গবেষণা কেন্দ্র ‘রবার্ট কচ ইনস্টিটিউট’ জানায়, বুধবারের করোনা আক্রান্তের হার অন্য সময়ের সঙ্গে তুলনা করা যাবে না। কারণ এই সংক্রমণের পেছনে একটি রাজ্যের বিশেষ সমস্যা দায়ী।
অন্যদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ১৬ ডিসেম্বর (বুধবার) থেকে ১০ জানুয়ারি (রোববার) পর্যন্ত কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন।
দেশটিতে নভেম্বর থেকে শুরু হওয়া লকডাউন আরও কার্যকর করতে বড়দিনের আগে স্কুল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর আগে বার ও রেস্টুরেন্ট বন্ধ রাখলেও করোনার দ্বিতীয় ঢেউ সামলানো যায়নি।
রবার্ট কচ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বুধবার জার্মানিতে কোভিড-১৯ রোগে নতুন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭২৮ জনে। করোনাভাইরাসে এ পর্যন্ত ২৩ হাজার ৪২৭ জন মারা গেছেন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ১৩ লাখ ৭৯ হাজার ২৩৮ জন আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।
ওএফ/জেডএস